Advertisement
২৭ জুলাই ২০২৪
Mohun Bagan Super Giant

হাবাস জমানা শেষ, নতুন কোচ চূড়ান্ত মোহনবাগানে, ফেরানো হল এটিকের প্রাক্তন প্রশিক্ষক মোলিনাকে

শারীরিক কারণে দায়িত্বে থাকতে চাননি মোহনবাগানকে আইএসএল জেতানো হাবাস। তাই নতুন কোচের সন্ধানে ছিলেন ক্লাব কর্তৃপক্ষ। চেনা কোচের হাতেই তুলে দেওয়া হল দায়িত্ব।

Picture of Jose Francisco Molina

জোসে ফ্রান্সিকো মোলিনা। ছবি: এক্স (টুইটার)।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২৪ ১৯:৩৮
Share: Save:

মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ হলেন জোসে ফ্রান্সিকো মোলিনা। শারীরিক কারণে দায়িত্বে থাকতে চাননি গত মরসুমে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা আন্তোনিয়ো লোপেজ হাবাস। তাই নতুন কোচের সন্ধানে ছিলেন মোহনবাগান কর্তৃপক্ষ।

গত মরসুমে স্পেনের ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন মোলিনা। কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। সব দিক বিবেচনা করে তাঁর হাতেই দলের দায়িত্ব তুলে দিলেন সবুজ-মেরুন কর্তৃপক্ষ। গত মরসুমে সর্বভারতীয় স্তরে যথেষ্ট সাফল্য পেয়েছে মোহনবাগান। আইএসএল ছাড়াও ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সবুজ-মেরুন বিগ্রেড। স্বভাবতই প্রত্যাশার চাপ সামলাতে হবে মোলিনাকে। ২০১৬ সালে তিনি ছিলেন অ্যাতলেটিকো কলকাতার কোচ। সেই সূত্রে মোহনবাগান কর্তৃপক্ষের পূর্ব পরিচিত তিনি। তাঁর কাজের ধরন সম্পর্কেও ধারণা রয়েছে ক্লাব কর্তৃপক্ষের। অর্থাৎ পরীক্ষার পথে গেলেন না ক্লাব কর্তৃপক্ষ।

মোহনবাগানের দায়িত্ব পেয়ে খুশি স্পেনীয় কোচ। মোলিনা বলেছেন, ‘‘মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে সম্মানিত বোধ করছি। চেষ্টা করব ক্লাবকে আরও বেশি সাফল্য এনে দিতে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কাকে ধন্যবাদ।’’

স্পেনের হয়ে ন’টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মোলিনার। প্রাক্তন গোলরক্ষক ক্লাব ফুটবলে দীর্ঘ দিন খেলেছেন ভ্যালেন্সিয়া, অ্যাতলেটিকো মাদ্রিদ, ডেপার্টিভো লা করুনার মতো ক্লাবের হয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coach
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE