Advertisement
১৬ এপ্রিল ২০২৪
pele

Pele: ফের হাসপাতালে পেলে, কোলন ক্যানসারের চিকিৎসার জন্য ভর্তি হতে হল তাঁকে

তিনটি বিশ্বকাপজয়ী পেলেকে প্রতি মাসে হাসপাতালে ভর্তি হতে হয়। ৮১ বছর বয়সের প্রাক্তন ফুটবলারের কেমোথেরাপি চলছে। গত বছর সেপ্টেম্বর মাসে তাঁর কোলন টিউমার হয় বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে। এর আগে ২০১৯ সালে কিডনিতে পাথর পাওয়া যায় পেলের। সেই সময়ও হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১০:৫২
Share: Save:

ব্রাজিলের একটি হাসপাতালে ফের ভর্তি করানো হল পেলেকে। কোলন ক্যানসারের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে তাঁকে। তবে কয়েক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

তিনটি বিশ্বকাপজয়ী পেলেকে প্রতি মাসে হাসপাতালে ভর্তি হতে হয়। ৮১ বছর বয়সের প্রাক্তন ফুটবলারের কেমোথেরাপি চলছে। গত বছর সেপ্টেম্বর মাসে তাঁর কোলন টিউমার হয় বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে। এর আগে ২০১৯ সালে কিডনিতে পাথর পাওয়া যায় পেলের। সেই সময়ও হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

২০১৪ সালে মূত্রনালীতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পেলেকে। তাঁর বাঁদিকের কিডনিতে ডায়ালিসিস করা হয়। ১৯৭০ সালে পেলের ডানদিকের কিডনি বাদ দিতে হয়েছিল। সেই সময় খেলার মধ্যে ছিলেন ব্রাজিলের অন্যতম সফল ফুটবলার। কোমরের সমস্যার কারণে হুইলচেয়ারে করে চলাফেরা করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pele Brazil Football world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE