Advertisement
E-Paper

১,২৪,৩১,৮৩,৫৭,৯৪০ টাকা! বিশ্বের প্রথম ধনকুবের ফুটবলার রোনাল্ডো, মেসির সম্পদ কত?

বিশ্বের প্রথম ধনকুবের ফুটবলারের স্বীকৃতি পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে। অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন লিয়োনেল মেসিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ২২:২৫
picture of Cristiano Ronaldo

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

আরও একটি নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের নতুন নজির ফুটবলের সূত্রে হলেও মাঠের কোনও কীর্তি নয়। বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার হলেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে। ধনকুবেরের তকমা পেয়েছেন তিনি।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মোট সম্পদের ভিত্তিতে করা ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচকে প্রথম বার রোনাল্ডোর সম্পদের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এই হিসাবে ধরা হয়েছে রোনাল্ডোর গোটা ফুটবলজীবনে খেলা থেকে আয়, বিনিয়োগ, বিজ্ঞাপন থেকে আয়। সংস্থার হিসাব অনুযায়ী, রোনাল্ডোর মোট সম্পদের পরিমাণ ১৪০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১২,৪৩২ কোটি টাকার সম্পদের মালিক পর্তুগালের অধিনায়ক। তিনিই বিশ্বের প্রথম ধনকুবের ফুটবলার হলেন।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বেতন বাবদ ৫৫ কোটি ডলারের (প্রায় ৪৮৮৮ কোটি টাকা) বেশি আয় করেছেন। একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে রোনাল্ডোর এক দশকের বেশি চুক্তি রয়েছে। বছরে ১.৮ কোটি ডলার (প্রায় ১৬০ কোটি টাকা) করে পান সেই সংস্থার থেকে।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, লিয়োনেল মেসির বেতন বাবদ এখনএ পর্যন্ত আয় ৬০ কোটি ডলার বা প্রায় ৫৩২৮ কোটি টাকা (কর দেওয়ার আগে)। ২০২৩ সাল থেকে তিনি বছরে বেতন বাবদ পাচ্ছেন দু’কোটি ডলারের (প্রায় ১৭৮ কোটি টাকা) বেশি। যা একই সময়ে রোনাল্ডোর আয়ের প্রায় ১০ ভাগের এক ভাগ। ২০২৩ সালের জানুয়ারিতে রোনাল্ডো সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে যোগ দেন। ওই সময় তাঁর বার্ষিক বেতন ছিল ২৩ কোটি ৭০ লাখ ডলারের (প্রায় ২১০৪ কোটি টাকা) বেশি। এ বছরের জুনে নতুন করে দু’বছরের চুক্তি হয়েছে। এই চুক্তির আর্থিক মূল্যও ৪০ কোটি ডলারের (প্রায় ৩৫৫২ কোটি টাকা) বেশি।

অন্য দিকে এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন, ১০০০ গোল করেও থামতে চান না। তিনি বলেছেন, ‘‘আমার পরিবারের সদস্যেরা বলেন, ‘তোমার এখন থেমে যাওয়ার সময় হয়েছে। তুমি সব কিছু অর্জন করেছ। কেন আবার হাজার গোলের পিছনে ছুট?’ কিন্তু আমি এ ভাবে দেখি না বিষয়টাকে। আমি এখনও ভালই খেলছি। ক্লাব এবং জাতীয় দলকে সাহায্য করতে পারছি। তা হলে কেন থামব?’’ তিনি আরও বলেছেন, ‘‘যখন অবসর নেব, তখন সম্পূর্ণ তৃপ্তি অনুভব করব। এ ব্যাপারে আমি নিশ্চিত। কারণ, আমি নিজের সব কিছু উজাড় করে দিয়েছি। জানি, আর খুব বেশি দিন খেলতে পারব না। তবে যে ক’দিন খেলব, নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেব।’’

উল্লেখ্য, রোনাল্ডোর এখন গোল সংখ্যা ৯৪৬। তার মধ্যে দেশের হয়ে ২২৩টি ম্যাচ খেলে করেছেন ১৪১টি গোল।

Cristiano Ronaldo billionaire Lionel Messi footballer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy