২০২২-২৩ সালের প্রিমিয়ার লিগের সূচি প্রকাশিত। ৫ অগস্ট থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতা। প্রথম দিন খেলতে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ব্রাইটনের বিরুদ্ধে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।
প্রতিযোগিতার প্রথম দিনই মাঠে নামছে ২০টি দল। ক্রিস্টাল প্যালেস ও আর্সেনালের মধ্যে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হবে। প্রথম ম্যাচ ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে খেলতে হবে আর্সেনালকে। গত মরসুমের চ্যাম্পিয়ন পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। গত মরসুমের রানার আপ লিভারপুল ফুলহ্যামের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলবে।