আটলান্টাকে ৪-০ চূর্ণ করেই চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করল গত বারের চ্যাম্পিয়ন প্যারিস সঁ জরমঁ। কিন্তু ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন চেলসি ১-৩ হেরে গেল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। ইংল্যান্ডের আর এক ক্লাব লিভারপুল রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ হারাল আতলেতিকো দে মাদ্রিদকে। জয় দিয়ে যাত্রা শুরু করল ইন্টার মিলানও। গত বারের রানার্সরা ২-০হারাল আয়াখ্স আমস্টারডামকে।
বুধবার রাতে ঘরের মাঠে আটলান্টার বিরুদ্ধে তিন মিনিটের মধ্যেই পিএসজি-কে এগিয়ে দেন মার্কুইনোস। ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান খিভিচা কাভারাৎস্কেলিয়া। ৫১ মিনিটে ৩-০ করেন নুনো মেন্দেস। সংযুক্ত সময়ে (৯০+১ মিনিট) চতুর্থ গোল গন্সালো র্যামোসের।
আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে ছয় মিনিটের মধ্যে লিভারপুল ২-০ এগিয়ে গিয়েছিল। চার মিনিটে প্রথম গোল করেন অ্যান্ডি রবার্টসন। দু’মিনিটের মধ্যেই ২-০ করেন মহম্মদ সালাহ। কিন্তু জোড়া গোল করে মার্কোস লোরেন্তে ম্যাচের রং বদলে দেন। সংযুক্ত সময়ে (৯০+২ মিনিট) ভার্জিল ফান ডাইকের গোলে নাটাকীয় ভাবে ৩-২ জিতে যায় লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত শুরু করেছে রিয়াল মাদ্রিদও। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবাউতে পিছিয়ে পড়েও ২-১ হারায় মার্সেইকে। পেনাল্টি থেকে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে।
গতির বিরুদ্ধে ২২ মিনিটে টিমোথি উইয়া এগিয়ে দেন মার্সেইকে। ২৭ মিনিটে পেনাল্টি থেকে ১-১ করেন এমবাপে। ৭২ মিনিটে মার্সেই গোলরক্ষকের নাকে আঘাত করে লাল কার্ড দেখেন দানি কার্বাহাল। ১০ জন হয়ে যাওয়া সত্ত্বেও আক্রমণের ঝাঁঝ কমেনি রিয়ালের। ৮১ মিনিটে পেনাল্টি থেকে এমবাপে ২-১ করেন। জুভেন্টাস বনাম বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচ শেষ হয় ৪-৪। আর্সেনাল ২-০ হারায় অ্যাথলেটিক ক্লাবকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)