Advertisement
E-Paper

ইস্টবেঙ্গলেই থাকছেন বিষ্ণু, লাল-হলুদের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিলেন কেরলের ফুটবলার

গত মরসুমে ভাল খেলার পর থেকেই পিভি বিষ্ণুর দিকে নজর ছিল বিভিন্ন দলের। মোহনবাগান বিশেষ আগ্রহী ছিল। তবে বিষ্ণু দল বদলাচ্ছেন না। থাকছেন ইস্টবেঙ্গলেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ২০:৪৩
football

পি ভি বিষ্ণু। ছবি: সংগৃহীত।

গত মরসুমে ধারাবাহিক ভাবে ভাল খেলার পর থেকেই পিভি বিষ্ণুর দিকে নজর ছিল বিভিন্ন দলের। মোহনবাগান এই ফুটবলারকে নিতে বিশেষ আগ্রহী বলে শোনা গিয়েছিল। প্রস্তাব ছিল আরও কিছু দলের। তবে বিষ্ণু দল বদলাচ্ছেন না। থাকছেন ইস্টবেঙ্গলই। সোমবারই আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হল, ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন করে দু’বছরের চুক্তি করেছেন এই ফুটবলার।

২০২৩-এর মাঝামাঝি তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে এসেছিলেন বিষ্ণু। তার পর থেকে তাঁর পারফরম্যান্সের গ্রাফ ক্রমশই উঠেছে। কলকাতা লিগে ভাল খেলার পর সিনিয়র দলে সুযোগ পান। আইএসএলে নজর কেড়েছেন। রিলায়্যান্স ফাউন্ডেশন লিগেও ভাল খেলেছেন।

সিনিয়র দলের হয়ে এখনও পর্যন্ত ৫৫টি ম্যাচ খেলেছেন বিষ্ণু। গত মরসুমে ২২টি ম্যাচ খেলে চারটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছিলেন। খেলেছিলেন ১৪৫৯ মিনিট। কলকাতা লিগেও ১১টি গোল রয়েছে তাঁর। গত ডিসেম্বরে আইএসএলের তরফে মাসের সেরা উঠতি ফুটবলারের সম্মান পান। গত বছর রিলায়্যান্সের লিগে ভাল খেলে দলকে ‘নেক্সট জেন’ কাপে তুলতে সাহায্য করেন। আইএসএলে ইস্টবেঙ্গলের ইতিহাসে দ্রুততম গোল তাঁরই। ২০২৩-২৪ মরসুমে ওড়িশার বিরুদ্ধে ৩৩ সেকেন্ডে গোল করেছিলেন।

নতুন ক্লাবের হয়ে সই করে বিষ্ণু বলেন, “আমার উন্নতিতে কার্যকরী ভূমিকা নিয়েছে ইস্টবেঙ্গল। সব সময় পাশে থেকে আমাকে ভাল ফুটবলার হতে সাহায্য করেছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ। আজ আমি যা, তা সম্ভব হয়েছে এই ক্লাবের জন্যই। ইস্টবেঙ্গলকে আরও সাফল্য এনে দিতে চাই।”

কোচ অস্কার ব্রুজ়ো বলেন, “বিষ্ণু ক্লাবের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই ওর নতুন চুক্তি খুবই দরকার ছিল। সীমাহীন প্রতিভা রয়েছে ওর। ভয়ডরহীন ড্রিবলিং এবং ম্যাচ জেতানোর ক্ষমতারও প্রশংসা করতে হবে। আরও পরিশ্রম করলে দ্রুত দেশের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠবে।”

East Bengal PV Vishnu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy