মাত্র এক মিনিটের মধ্যে দুই গোল। আর তাতেই পট পরিবর্তন। রবিবার লা লিগায় পিছিয়ে থেকেও মায়োর্কার বিরুদ্ধে ২-১ জিতল রিয়াল মাদ্রিদ। গোল করলেন আর্দা গুলের (৩৭ মিনিট) ও ভিনিসিয়াস জুনিয়র (৩৮ মিনিট)।
শুরুতে ট্রেন্ট আলেকজ়ান্ডার-আর্নল্ডের পাস থেকে রিয়ালের হয়ে গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু ভার দেখে সেই গোল বাতিল করে দেন রেফারি। ১৮ মিনিটে মায়োর্কাকে এগিয়ে দেন ভেদাত মুরিকি। কর্নরা থেকে মাথা ছুঁইয়ে গোল করেন মুরিকি। ৩৭ মিনিটের মাথায় আলভারো কাররিরাসের ভাসমান বল হেড দিয়ে বাড়িয়ে দেন ডিন হুইসেন। সেই বলে মাথা ছুঁইয়ে রিয়ালের হয়ে সমতা ফেরান আর্দা গুলের।
এক মিনিটের মধ্যেই রিয়াল সমর্থকদের জয়োল্লাসে মাতার সুযোগ করে দেন ভিনিসিয়াস জুনিয়র। সেন্টার লাইনের সামনে থেকে বল ধরে একাই উঠে ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ে একেবারে পোস্টের ধার ঘেঁষে জালে জড়ান ব্রাজিলীয় উইঙ্গার। বিরতির আগে স্কোরলাইন পরিবর্তিত হতে পারত। এমবাপে গোল করলেও অফসাইডের ফাঁদে সেই গোল বাতিল হয়।
ম্যাচের পরে রিয়ালের ম্যানেজার জ়াবি আলোন্সো বলেছেন, “আমি ভিনির খেলায় খুশি। মরসুম সবেমাত্র শুরু হয়েছে। আশা করি আগামী দিনে ও আরও উন্নতি করবে। ভিনি রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা ফুটবলার।”
৩ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে ভিয়ারিয়াল (৬ পয়েন্ট)।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)