হাসপাতাল থেকে ছাড়া পেলেও দলের অনুশীলনে যোগ দিতে পারলেন না অসুস্থ কিলিয়ান এমবাপে। শনিবার আমেরিকার ফ্লোরিডায় রিয়াল মাদ্রিদের অনুশীলনে কয়েক জন ভক্ত এমবাপে লেখা জার্সি পরে হাজির হয়েছিলেন। কিন্তু অনুশীলনে দেখা যায়নি ফরাসি স্ট্রাইকারকে। তাঁকে ছাড়াই ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলতে শার্লটে পৌঁছেছে রিয়াল।
রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার গ্যাস্ট্রোএন্টেরাইটিসের (পেটের সমস্যা) সমস্যায় ভুগছিলেন। কিছু পরীক্ষা এবং চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও আরও কিছু দিন চিকিৎসা চলবে তাঁর। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষও জানিয়েছেন, এমবাপে শিবিরে ফিরে এলেও এখনই মাঠে ফেরা সম্ভব হবে না। ধীরে ধীরে দলের কর্মকাণ্ডের সঙ্গে তাঁকে যুক্ত করা হবে বলে জানানো হয়।
হাসপাতাল থেকে ছাড়া পেলেও এমবাপের অসুস্থতা রয়েছে। ম্যাচ খেলার মতো ধকল নেওয়া এখনও সম্ভব নয় তাঁর পক্ষে। তাই তাঁকে ছাড়াই ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচও খেলতে হবে রিয়ালকে। রবিবার মেক্সিকোর ক্লাব পাচুকার সঙ্গে ম্যাচ রয়েছে রিয়ালের। এর আগে মায়ামিতে আল হিলালের সঙ্গে প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল রিয়াল। তাই পাচুকার বিরুদ্ধে ম্যাচটি জ়াভি অ্যালানসোর দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে এমপাবে ছাড়াও রিয়াল পাবে না দানি কার্ভাহালকে। স্পেনের সংবাদ পত্র মার্কা জানিয়েছে, ঘাড়ের ব্যথায় কাবু কার্ভাহাল। তাই তাঁকেও শার্লটে নিয়ে যাওয়া হয়নি।
সমর্থকদের উদ্বেগের কেন্দ্রে অবশ্য এমবাপেই। ফুটবলপ্রেমীরা তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। রিয়াল সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে এমবাপের অবস্থার উন্নতি হচ্ছে। খেলার মতো অবস্থায় সময় লাগবে। তাই রবিবারের ম্যাচের পরিকল্পনায় তাঁকে রাখা হয়নি।
আগামী বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে রিয়াল। সেই ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সাল্জবুর্গের বিরুদ্ধে দেখা যেতে পারে এমবাপেকে। রিয়াল কোচ বলেছেন, ‘‘এমবাপে হাসপাতাল থেকে ফিরেছে। ক্রমশ উন্নতি করছে। আশা করছি, গ্রুপের শেষ ম্যাচে ওকে আমরা পাব।’’
আরও পড়ুন:
রিয়ালের হয়ে এখনও পর্যন্ত ৪৩টি গোল করেছেন এমবাপে। বেশ ভাল ফর্মে ছিলেন। তার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। তিনি যোগ দিলে রিয়ালের আক্রমণ ভাগের শক্তি অনেকটাই বাড়বে।