নির্ধারিত সময়ের মধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ফুটবল মরসুম শুরু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি শ্রী পি এস নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চ জানিয়ে দিল, আইএসএল-সহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজনের জন্য দরপত্র প্রকাশ করতে পারবে ফেডারেশন। তবে তা হবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের নজরদারিতে।
ফেডারেশনের নির্বাচন বা সংশোধিত গঠনতন্ত্র মামলা নিয়ে দেশের সর্বোচ্চ আদালত যদিও কোনও নির্দেশ দেয়নি। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, ‘‘অধিকাংশ ক্লাব বেতন স্থগিত রাখায় ফুটবলার এবং অন্যান্য কর্মীরা সমস্যায় ছিলেন। এই রায়ে ফুটবলারদের বেতন আবার শুরু হবে। আমরা সকলে মিলে ফুটবল মরসুম দ্রুত শুরু করার চেষ্টা করব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)