Advertisement
২৭ এপ্রিল ২০২৪
badminton

Badminton: কর্তারাই বলেছিলেন অলিম্পিক্স সেমিফাইনাল হারতে! বোমা খেলোয়াড়ের, কাঠগড়ায় চিন

ইচ্ছে করে খারাপ খেলে হারতে বলা হয়েছিল, অভিযোগ চিনের মহিলা খেলোয়াড় ইয়ে ঝাওয়িংয়ের। অভিযোগ তাঁর নিজের দেশের অলিম্পিক্স কমিটির বিরুদ্ধে।

খেলাধুলোয় দুর্নীতির অভিযোগ চিনের বিরুদ্ধে।

খেলাধুলোয় দুর্নীতির অভিযোগ চিনের বিরুদ্ধে। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ১১:৪৪
Share: Save:

বোমা ফাটালেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। তোলপাড় ব্যাডমিন্টন দুনিয়া। কাঠগড়ায় চিন। ইচ্ছে করে খারাপ খেলে ম্যাচ হারতে বলা হয়েছিল, অভিযোগ চিনের মহিলা খেলোয়াড় ইয়ে ঝাওয়িংয়ের। তিনি এই অভিযোগ করেছেন তাঁর নিজের দেশের অলিম্পিক্স কমিটির বিরুদ্ধে। ঘটনাটি ২০০০ সালের সিডনি অলিম্পিক্সে। ঝাওয়িংয়ের অভিযোগ, সেমিফাইনাল ম্যাচটি তাঁকে ইচ্ছে করে হেরে যেতে বলেছিলেন চিনের অলিম্পিক্স কমিটির কর্তারা। সেমিফাইনালে ঝাওয়িংয়ের সামনে ছিলেন তাঁর দেশেরই গং ঝিচাও। চিনের কর্তাদের মনে হয়েছিল, ঝিচাওয়ের সোনা জেতার সম্ভাবনা অনেক বেশি। তাই ঝাওয়িংকে ওই ম্যাচ হারতে বলেছিলেন কর্তারা। ঝাওয়িং ৮-১১, ৮-১১ ফলে হেরে যান।

শেষ পর্যন্ত ব্রোঞ্জ জেতা ঝাওয়িং বলেছেন, ‘‘শুধু হারতে বলা হয়েছিল, তা-ই নয়। ওঁরা (চিনের অলিম্পিক্স কমিটির কর্তারা) আমাকে বলেছিলেন, কেউ যেন বুঝতে না পারে যে আমি ইচ্ছে করে হারছি। পরিস্থিতিটা এ রকম ছিল, আমি একা, উল্টো দিকে গোটা সিস্টেম। যে কোনও খেলোয়াড়ের কাছে অলিম্পিক্সে নামা স্বপ্ন। জীবনে হয়তো এক বারই এই সুযোগ আসে। সেখানে ম্যাচ ছেড়ে দিতে হলে তার থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।’’

ঠিক কী ভাবে তাঁকে ম্যাচ ছাড়তে বলা হয়েছিল, তার বিস্তারিত বর্ণনা দিয়ে ঝাওয়িং বলেছেন, ‘‘ঝিচাও যেন আমার বিরুদ্ধে খেলে ক্লান্ত না হয়ে পড়ে, সেটা দেখতে বলা হয়েছিল আমাকে। বলা হয়েছিল, আমি যেন দু’সেটেই ম্যাচ হেরে যাই। ঝিচাওকে যেন তৃতীয় গেম পর্যন্ত না টেনে নিয়ে যাই, সেটা নিশ্চিত করতে বলা হয়েছিল আমাকে। কারণ, তা হলে ও ফাইনালের আগে ক্লান্ত হয়ে পড়ত।’’

তিনি কতটা অসহায় ছিলেন, তা ঝাওয়িংয়ের কথাতেই পরিষ্কার। বলেছেন, ‘‘আমার একার পক্ষে লড়াই করা সম্ভব ছিল না। যদি সেমিফাইনালে জিতে ফাইনালে ডেনমার্কের ক্যামিলিয়া মার্টিনের কাছে হেরে যেতাম, তা হলে বলা হত আমি প্রতারক। ছিঁড়ে খাওয়া হত আমাকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

badminton olympics China Ye Zhaoying
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE