ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। তবে স্ট্রেট সেটে জিতলেও স্লোভাকিয়ার অখ্যাত অ্যালেক্স মলক্যানকে হারাতে সওয়া দু’ঘণ্টা লাগল শীর্ষ বাছাই জোকোভিচের। শেষ পর্যন্ত তিনি জেতেন ৬-২, ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে।
প্রথম সেটে আধ ঘণ্টার লড়াই হয়। চতুর্থ গেমে প্রথম মলক্যানের সার্ভিস ব্রেক করেন জোকোভিচ। এর পর অষ্টম গেমেও মলক্যানের সার্ভিস ব্রেক করেন তিনি। শেষ পর্যন্ত ৬-২ গেমে জেতেন। দ্বিতীয় সেট জিততে ৪২ মিনিট লাগে জোকেভিচের। ষষ্ঠ গেমে মলক্যানের ফোরহ্যান্ড ওয়াইড হতেই সেই সার্ভিস ব্রেক করেন জোকোভিচ। ৬-৩ গেমে সেই সেট জিতে নেন।
তৃতীয় সেটে জোর লড়াই হয়। তৃতীয় গেমে মলক্যানের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান জোকোভিচ। কিন্তু পরের গেমেই তাঁর নিজের সার্ভিস ব্রেক হয়ে যায়। এর পর দু’জনেই নিজের নিজের সার্ভিস ধরে রাখেন। তবে নবম গেমে ব্রেক পয়েন্ট পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। না হলে সেই সেট টাইব্রেকারে যেত না। শেষ পর্যন্ত ১ ঘণ্টা ৪ মিনিটে তৃতীয় সেট জিতে নিয়ে ম্যাচ বার করেন জোকোভিচ।