সৌরভ গঙ্গোপাধ্যায় কি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে নিজেকে ভাবছেন? ক্রিকেটমহলে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু, স্বয়ং সৌরভের কাছেও এর উত্তর নেই। এই সিদ্ধান্ত পুরোপুরি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নেবে বলে জানিয়েছেন তিনি
কিন্তু বোর্ড প্রেসিডেন্ট তো সৌরভ নিজেই। আর ডেভিড গাওয়ার, গ্রেম স্মিথের মতো প্রাক্তনরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভের নেতৃত্ব গুণের। বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থায় তাঁরা সৌরভকে দেখতে চান বলে জানিয়েছেন। সৌরভ যদিও সরলীকরণ করছেন না পরিস্থিতি। এক টিভি চ্যানেলে তিনি বলেছেন, “আমিও জানি না কী হবে। এই ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবে বোর্ড। আর আইসিসিতে পরিস্থিতি আগের মতো নেই, অনেক পাল্টেছে। আইসিসি-তে স্বাধীন চেয়ারম্যান হতে গেলে নিজের দেশের বোর্ডের কোনও পদে থাকা চলবে না। আগে কিন্তু এমন ছিল না। আগে দুটো পদেই থাকা যেত। আর নিয়মের এই বদল কিন্তু বোর্ডে হয়নি, আইসিসি-তে হয়েছে।”
আরও পড়ুন: কোভিড আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান, রয়েছেন হাসপাতালে