বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় ফের লা লিগা চালু করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করলেন লিগ কর্তৃপক্ষ। আগামী মাসে লিগ চালু করা যায় কি না ভেবে দেখা হচ্ছে তা-ও। তবে গ্যারেথ বেলের মতো তারকারা কিন্তু এই বিষয়ে তাড়াহুড়োতে নারাজ।
করোনাভাইরাস এবং তার জেরে লকডাউনে খেলার দুনিয়া এখন স্তব্ধ। বন্ধ লা লিগাও। তবে ধীরে ধীরে লা লিগা চালুর ভাবনা রয়েছে কর্তৃপক্ষের। লা লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তেবেস বলেছেন, “আমাদের মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করলে ২৮-২৯ মে লা লিগা ফের শুরু হতে পারে। সেটা অবশ্য পিছিয়ে ৬-৭ জুন হয়ে যেতে পারে। বা আরও দেরি হলে ২৮ জুনও হয়ে যেতে পারে।” ৪ মে থেকে লা লিগার দলগুলোর অনুশীলন শুরু করার কথা।
আরও পড়ুন: ভনের ‘ঈর্ষার শিকার’ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া পিটারসেনের