Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricket

মার খাচ্ছিলেন শার্দুল, তবু কোনও পরামর্শই দেননি ধোনি! ফাঁস করলেন হরভজন

হরভজন জানাচ্ছেন, ধোনি সেই ধরনের ক্যাপ্টেনই নন, যিনি সব সময়ে বলে যাবেন, এটা করতে হবে, ওটা করতে হবে।

ধোনি ও শার্দুল ঠাকুর। ধোনির নেতৃত্ব বাকিদের থে—ফাইল চিত্র।

ধোনি ও শার্দুল ঠাকুর। ধোনির নেতৃত্ব বাকিদের থে—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩০ মে ২০২০ ১১:৫৭
Share: Save:

ভারতের স্পিনার কুলদীপ যাদব বলেছিলেন, ধোনি তাঁর ফিল্ডিং সাজিয়ে দেন। যুজেবন্দ্র চহালও জানিয়েছিলেন ধোনির সাহায্যের কথা। কিন্তু চেন্নাই সুপার কিংস-এ ধোনির সতীর্থ হরভজন সিংহ জানালেন, ব্যাটসম্যানের কাছে প্রবল মার খাওয়া শার্দুল ঠাকুরকে পরামর্শ দিতে চাননি ধোনি। কী করলে ভাল হয়, তাও বলতে চাননি শার্দুলকে।

পুণেতে অনুষ্ঠিত একটি ম্যাচের উল্লেখ করে ভাজ্জি বলছেন, ‘‘প্রতিটি বলে মার খাচ্ছিল শার্দুল। প্রথম বলটায় চার খেল, পরের বলটায় ছক্কা হজম করল। আমি নিজে ধোনির কাছে গিয়ে বললাম, তুমি ওকে বলের অ্যাঙ্গেল পরিবর্তন করতে বলছ না কেন? একটা ফিল্ডারকে তো পিছিয়েও দেওয়া যায়।’’

ভাজ্জির কথা শুনে শান্ত ধোনি জবাবে বলেন, ‘‘ভাজ্জু পা, আমি যদি এখন কিছু বলি ওকে, তা হলে আরও বিভ্রান্ত হয়ে যাবে। মার খেতে দাও।’’

আরও পড়ুন: সঙ্ঘাত তীব্র, যুদ্ধং দেহি ভারতও

ধোনি জানতেন, সেই ম্যাচ হেরে গেলেও সিএসকে-র কোনও সমস্যা হবে না। কারণ চেন্নাই আগেই প্লে অফের ছাড়পত্র পেয়ে গিয়েছে। ধোনি ভাজ্জিকে বলেন, ‘‘ও (শার্দুল) যখন মনে করবে, আর কোনও উপায় ওর হাতে নেই, তখন আমি ওকে বলতে পারি, কী করতে হবে।’’

হরভজন জানাচ্ছেন, ধোনি সেই ধরনের ক্যাপ্টেনই নন, যিনি সব সময়ে বলে যাবেন, এটা করতে হবে, ওটা করতে হবে। ভাজ্জি বলছেন, ‘‘ব্যাটসম্যান কী করতে চাইছে বা কী করবে, তা উইকেটের পিছন থেকে বহু বার ধোনি আমাকে বলেছে। কিন্তু কোনও সময়তেই বলেনি, আমাকে কী করতে হবে। একজন ক্রিকেটারের দক্ষতার উপরেই সবটা ছেড়ে দেয় ধোনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni Shardul Thakur Harbhajan Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE