সহজে কাঁদেন না। কিন্তু এখন কাঁদছেন কেট কেন। হ্যারি কেনের স্ত্রী। হ্যারিই তাঁকে কাঁদাচ্ছেন। আর সেই কান্নার কথা হাসতে হাসতে জানিয়েছেন কেট নিজেই।
রবিবার ইটালির বিরুদ্ধে ইউরো কাপের ফাইনালে নামবে হ্যারির ইংল্যান্ড। তার আগে ইংরেজ অধিনায়ককে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্ত্রী। সেখানেই কান্নার কথা জানিয়েছেন কেট। হ্যারিকে ‘এইচ’ বলে সম্বোধন করে তিনি লিখেছেন, ‘তুমি তো জান, সহজে আমার চোখে জল আসে না। কিন্তু তুমি আমাদের কতটা গর্বিত করেছ, তুমি দেশের জন্য কী করছ, সে কথা লিখতে বসে আর নিজেকে ধরে রাখতে পারলাম না।’
ছোটবেলা থেকে হ্যারি এবং কেট বন্ধু। দু’জনে একসঙ্গে স্কুলে যেতেন। সেই দিনগুলোর কথা মনে করে কেট লিখেছেন, ‘আমি, তুমি, আমার ভাই টম, আমাদের পোষ্য সিমাস, আমরা একসঙ্গে বেড়াতে যেতাম। টম আর সিমাসের সঙ্গে আমার চারপাশে পেনাল্টি পেনাল্টি খেলতে। আমার খুব হাসি পেত। তুমি বলতে, একদিন ইংল্যান্ডের অধিনায়ক হবে। তুমি এরকমই। নিজের সামনে একটা লক্ষ্য স্থির করেছিলে। সেই লক্ষ্য পূরণ হয়েছে।’