Advertisement
০৬ মে ২০২৪
rafael nadal

Rafael Nadal: করোনা আক্রান্ত নাদাল, অনিশ্চিত বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে

বাঁ পায়ের চোট সারিয়ে চার মাস পরে কোর্টে ফিরেছেন নাদাল। গত সপ্তাহে আবু ধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টেনিসে খেলেছেন।

কোভিড আক্রান্ত নাদাল

কোভিড আক্রান্ত নাদাল ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৬:৫৬
Share: Save:

কোভিড আক্রান্ত রাফায়েল নাদাল। এই টেনিস তারকা টুইটারে নিজেই এই খবর জানিয়েছেন। এর ফলে তাঁর অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ বড় প্রশ্নের মুখে পড়ে গেল।

বাঁ পায়ের চোট সারিয়ে চার মাস পরে কোর্টে ফিরেছেন নাদাল। গত সপ্তাহে আবু ধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টেনিসে খেলেছেন। সেখান থেকে স্পেনে ফেরার পর তাঁর যে পিসিআর পরীক্ষা হয়েছে, তার ফল পজিটিভ এসেছে। আর এক সপ্তাহের মধ্যে বিশেষ বিমানে খেলোয়াড়দের অস্ট্রেলিয়া যাওয়ার কথা।

আবু ধাবির প্রতিযোগিতায় নাদাল হেরে যান অ্যান্ডি মারে ও ডেনিস শাপোভালভের কাছে। তারপরেই তিনি জানিয়েছিলেন, বছরের প্রথম গ্র্যান্ড স্লামে তাঁর খেলা অনিশ্চিত। এই বছর ফরাসি ওপেনে সেমিফাইনালে হেরে যান তিনি। তারপর উইম্বলডন, অলিম্পিক ও ইউএস ওপেন থেকে নাম তুলে নিতে বাধ্য হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rafael nadal Tennis COVID-19 australian open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE