Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ফুরফুরে মেজাজে ম্যান্ডেলা স্কোয়ারে ঘুরল ভারতীয় দল
India

বিশ্বকাপ-স্বপ্নে ডুবে যশস্বীরা, বাংলাদেশকে বার্তা হাসিনার

ফুচকা বিক্রেতার ছেলে যশস্বী জয়সওয়াল থেকে বাস কন্ডাক্টরের পুত্র অথর্ব আঙ্কোলেকরের জীবন পাল্টে যেতে পারে এই ম্যাচের পরে।

প্রতীক্ষা: বিশ্বকাপের সামনে দুই দলের অধিনায়ক। আজ, রবিবার কার হাতে উঠবে ট্রফি, নজর সে দিকে। টুইটার

প্রতীক্ষা: বিশ্বকাপের সামনে দুই দলের অধিনায়ক। আজ, রবিবার কার হাতে উঠবে ট্রফি, নজর সে দিকে। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৩
Share: Save:

একটি ম্যাচ বদলে দিতে পারে অনেকের জীবন। ফুচকা বিক্রেতার ছেলে যশস্বী জয়সওয়াল থেকে বাস কন্ডাক্টরের পুত্র অথর্ব আঙ্কোলেকরের জীবন পাল্টে যেতে পারে এই ম্যাচের পরে। যেখানে প্রিয়ম গর্গের ভারতের প্রতিপক্ষ আকবর আলির বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চার বার চ্যাম্পিয়ন ভারত। আজ, রবিবার পোচেফস্ট্রুমে পঞ্চম বিশ্বকাপ জেতার সুযোগ। অন্য দিকে এই প্রথম ইতিহাস গড়ার হাতছানি দুরন্ত বাংলাদেশেরও।

দু’দলের মধ্যে খুব একটা ফারাক নেই। পেস নির্ভর ভারতীয় দলের অস্ত্র যদি হন কার্তিক ত্যাগি ও সুশান্ত মিশ্র, বাংলাদেশও পিছিয়ে নেই। তাদের দলেও গতিময় পেসার তানজ়িম হাসান শাকিব রয়েছেন। সঙ্গ দেবেন মিডিয়াম পেসার শোরিফুল ইসলাম। স্পিনার রবি বিষ্ণোইকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন রাকিবুল হাসান। যশস্বী জয়সওয়ালের প্রতিপক্ষ হতে পারেন মাহমুদুল হাসান জয়।

ফাইনালের আগের দিন বৃষ্টির জন্য অনুশীলন হয়নি দু’দলের। কিন্তু তার প্রভাব পিচে হয়তো পড়বে না। পাকিস্তানের বিরুদ্ধে যে উইকেটে খেলা হয়েছিল, বাংলাদেশের বিরুদ্ধেও একই পিচ পাচ্ছে ভারত। যেখানে ব্যাটসম্যান ও বোলাররা সমান ভাবে সুবিধা পাবেন।

ফাইনালের আগের দিন ভারতীয় দল ঘুরে আসে ‘ম্যান্ডেলা স্কোয়ারে।’ মাঠে গিয়ে হোটেলে ফিরে আসে বাংলাদেশ। ম্যাচের আগের দিন দুই অধিনায়কের কাছেই জানতে চাওয়া হয় তাঁদের অনুভূতি। শনিবার এক সংবাদমাধ্যমকে প্রিয়ম বলেন, ‘‘গত দেড় বছর এই দিনটির জন্যই অনুশীলন করেছি। আমাদের দলের প্রত্যেকে খুব পরিশ্রমী। এত দিনের কঠিন পরিশ্রমের ফল পেতে আমরা সকলেই মরিয়া।’’

কয়েক দিনের মধ্যে দলের প্রত্যেকে একে অন্যের খুব ভাল বন্ধু হয়ে উঠেছেন। প্রিয়ম বলেছেন, ‘‘এই বোঝাপড়াই আমাদের মূল অস্ত্র। কাপ না জিতে ফিরব না, এই মনোভাব প্রত্যেকের মধ্যেই রয়েছে।’’

ফাইনাল শেষ হওয়ার পরে এই প্রতিযোগিতাকে কী ভাবে দেখবেন তিনি? প্রিয়মের উত্তর, ‘‘মনে করব, খুব ভাল সুযোগ পেয়েছিলাম নিজেদের প্রতিভা ক্রিকেটবিশ্বের সামনে তুলে ধরার। ভারতীয় সমর্থকদের কাছে অনুরোধ, ফাইনাল দেখুন। আপনাদের ভালবাসা ও প্রার্থনাই আমাদের অস্ত্র।’’

বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলিকে টেক্সট মেসেজে আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর বলেছেন, ‘‘দেশের সব চেয়ে সম্মানীয় ব্যক্তি শুভেচ্ছা জানানোর পরে আমরা আরও উদ্বুদ্ধ। দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়ার জন্য মরিয়া। প্রতিপক্ষকে হাল্কা ভাবে নেব না। সাহসী ক্রিকেট খেলব আমরা। বিশ্বকাপ জিতব, এই বিশ্বাস রয়েছে।’’

মহম্মদ কাইফ, বিরাট কোহালি, উন্মুক্ত চন্দ, পৃথ্বী শয়ের পরে প্রিয়ম কি পারবেন পঞ্চম অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে তুলতে? ভারতীয় অধিনায়কের উত্তর, ‘‘চেষ্টা করে ফাইনালে উঠেছি। আরও একটু চেষ্টা করলে এই স্বপ্নটাও পূরণ হয়ে যাবে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE