Advertisement
২৪ এপ্রিল ২০২৪
ICC World Cup 2019

মিডল অর্ডার শক্তিশালী করার জন্য জাদেজাকে দরকার, বলছেন প্রাক্তন ভারত অধিনায়ক  

চলতি বিশ্বকাপে ভারতের মিডল অর্ডার একদমই ভাল খেলতে পারছে না। জাদেজাকে পরীক্ষা করে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট।

সেমিফাইনালে কি জাদেজাকে দেখা যাবে? ছবি: রয়টার্স।

সেমিফাইনালে কি জাদেজাকে দেখা যাবে? ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
ম্যাঞ্চেস্টার শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ১৮:১৬
Share: Save:

দুর্বল মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্য রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়া উচিত। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বাঁ হাতি অলরাউন্ডারের হয়ে ব্যাট ধরলেন। আজহার বলেন, ‘‘সেমিফাইনালে জাদেজাকে দলে নিয়ে দেখা যেতেই পারে। ওর ব্যাটিং ও বোলিং দলের কাজে আসবে।’’

চলতি বিশ্বকাপে ভারতের মিডল অর্ডার একদমই ভাল খেলতে পারছে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে জাদেজাকে পরীক্ষা করে নিতেই পারে টিম ইন্ডিয়া। কোহালিদের উদ্দেশে আজহার বলেন, ‘‘ইংল্যান্ডের এই ধরনের উইকেটে জাদেজার ব্যাটিং খুবই কার্যকরী হত। জাদেজা খুব ভাল ফিল্ডার। বলটাও খারাপ করে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে জাদেজাকে পরীক্ষা করে দেখতে পারে।’’

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে কি দলে পরিবর্তন আনবেন কোহালি? বাংলাদেশের বিরুদ্ধে কেদার যাদবকে বসিয়ে দীনেশ কার্তিককে প্রথম একাদশে রাখা হয়। কার্তিক নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আজহার বলেন, ‘‘মিডল অর্ডার ভাল পারফর্ম করতে পারছে না। এমনও হতে পারে দ্রুত তিন উইকেট হারিয়ে ভারত বিপদে পড়ে গিয়েছে। সেই কারণে পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখা উচিত। ঋষভ পন্থ দলে আসায় শক্তি বেড়েছে।’’ ভারতীয় বোলিংয়ের প্রশংসা করে আজহার বলছেন, ‘‘দারুণ বোলিং করছে ভারত। উইকেটের চরিত্র বুঝে বোলাররা বল করছে।’’

আরও পড়ুন: বার বার ব্যাটের লোগো পাল্টে স্পনসরদের শুভেচ্ছা, অবসরের ইঙ্গিত ধোনির?

আরও পড়ুন: সেমিফাইনালে ভারতের মুখোমুখি কোন দল? কী বলছে হিসেব? দেখে নিন চার সম্ভাবনা

সেমিফাইনালের কথা ভেবে ভারতীয় দল কি জাদেজাকে দেখে নেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE