হাসপাতালে ভর্তি করতে হল ব্রায়ান লারাকে। এই মুহূর্তে তিনি মুম্বইতে রয়েছেন। মঙ্গলবার হঠাত্ই বুকে ব্যথা শুরু হয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় ক্রিকেটের রাজপুত্রকে।
সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানায়, “ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী ব্রায়ান লারা হাসপাতালে ভর্তি বুকে ব্যথা নিয়ে। মুম্বইয়ের প্যারেলে গ্লোবাল হাসপাতালে ভর্তি তিনি।”
১৩১টি টেস্টে ১১,৯৫৩ রান করা লারা চলতি বিশ্বকাপের টিভি সম্প্রচারে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন। সেই কাজেই তিনি মুম্বইতে রয়েছেন। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের (৪০০ নট আউট) মালিক কী অবস্থায় রয়েছেন, বা তাঁর সমস্যাই বা কী, হাসপাতালের তরফে এখনও তা জানানো হয়নি।
আরও পড়ুন: বিশ্বকাপের শেষ চারে যাবে কারা? দেখে নিন এই মুহূর্তে কার সুযোগ কেমন
#Mumbai: West Indies legend Brian Lara has been admitted to Global Hospital in Parel after he complained of chest pain. Hospital to issue a statement shortly. (file pic) pic.twitter.com/sGnvBpiavA
— ANI (@ANI) June 25, 2019