Advertisement
২৬ এপ্রিল ২০২৪

উৎপলের ভাবনা

কলকাতা লিগে সব দলের বাধ্যতামূলক অংশ নেওয়ার নিয়ম শিথিল করার কথা ভাবছেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। গভর্নিং বডির সভাতেও এই প্রস্তাব রাখতে চলেছেন উৎপলবাবু।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৫৭
Share: Save:

কলকাতা লিগে সব দলের বাধ্যতামূলক অংশ নেওয়ার নিয়ম শিথিল করার কথা ভাবছেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। গভর্নিং বডির সভাতেও এই প্রস্তাব রাখতে চলেছেন উৎপলবাবু। আসলে লিগে আইএফএ-কে উপেক্ষা করে মোহনবাগানের ডার্বি না খেলাটা মেনে নিতে পারেননি উৎপলবাবু। সোমবার তিনি বলেন, ‘‘ভাবছি গভর্নিং বডিতে প্রস্তাব রাখব, কলকাতা লিগে বাধ্যতামূলক ভাবে কোনও ক্লাবের খেলার নিয়মটা যেন শিথিল করা হয়। তবে আরও কড়া হতে হবে আমাদের। যারা খেলবে, তারা নিয়ম জেনে খেলবে। নিয়ম লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে।’’

প্রশ্ন হল, এই নিয়ম চালু হলে ইস্টবেঙ্গল, মোহনবাগান কি লিগে খেলবে? যদি কলকাতার দুই প্রধান না খেলে সে ক্ষেত্রে লিগের আকর্ষণ অনেকটাই কমে যাবে। উৎপলবাবু আরও বলছেন, ‘‘আমার মনে হয়, দুই প্রধানই খেলবে। ওরা না খেললে লিগের আকর্ষণ কমতে পারে। তবে ওদেরও লাভের লাভ কিছু হবে না।’’ এ দিকে এ বছরের লিগের পুরস্কার চার বা পাঁচ অক্টোবর দেওয়ার কথা ভাবছে আইএফএ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IFA CFL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE