আবারও সমালোচনার মুখে ঋষভ পন্থ। এবার আলোচনা তাঁর সানগ্লাস নিয়ে। কেন ওরকম চকচকে সানগ্লাস পরে মাঠে নেমেছেন, তা নিয়ে পন্থকে কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা।
এখনও ব্রিসবেনে যথেষ্ট শান্ত লেগেছে পন্থকে। এমন কোনও কাজ করেননি যা নিয়ে তাঁকে সমালোচনা হতে পারে। কিন্তু অস্ট্রেলীয়রাও ছাড়ার পাত্র নন। কিছু না পেয়ে তাঁরা পড়লেন সানগ্লাস নিয়ে।
তখন ধারাভাষ্য দিচ্ছিলেন শেন ওয়ার্ন এবং কেরি ও’কিফ। শুরু করেন ওয়ার্নই। ও’কিফকে বলেন, “ঋষভ যে সানগ্লাসটা পরে আছে সেটা দেখে তোমার কী মনে হচ্ছে? ও সোজা সার্ভিস স্টেশন থেকে এসেছে?” ও’কিফ উত্তর দেন, “ওগুলো সার্ভোর (গাড়ির এক ধরনের যন্ত্রাংশ) মতো দেখতে তাই না?” ওয়ার্ন বলেন, “দেখো ও সঙ্গে করে ফুলও নিয়ে এসেছে।” ও’কিফের পাল্টা উত্তর, “তুমি আমার কথা বুঝলে না। ওগুলো দেখে তোমার নিশ্চয়ই ইচ্ছে হবে স্ক্র্যাচ পড়ে যাক যাতে ওগুলো আবর্জনা ভেবে ছুড়ে ফেলে দিতে পারো।” এরপরে দু’জনেই হাসতে থাকেন।