ব্রিসবেন নয়, তাঁদের পাখির চোখ আপাতত সিডনি টেস্টই। তারপরেই যদি মুম্বইয়ে খেলতে হয় তাহলেও নাকি আপত্তি নেই অস্ট্রেলিয়ার। এরকমই খোঁচা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন।
ব্রিসবেনেই তাঁরা টেস্ট খেলতে চান কি না, সে প্রশ্নের জবাবে পেন বলেছেন, “কোথায় টেস্ট খেলা হবে, সেটা নিয়ে আমরা একেবারেই ভাবছি না। যদি আমাদের ফোন করে বলা হয় ম্যাচটা মুম্বইয়ে হবে তাহলেও আপত্তি নেই। আমরা সে ভাবেই পরিকল্পনা করব এবং গিয়ে ম্যাচটা খেলে আসব।”
পেনের সংযোজন, “আপাতত আমাদের লক্ষ্য শুধুই সিডনির ম্যাচ। আমরা প্রোটোকলের ব্যাপারে জানি। এটাও জানি সমর্থকরা আমাদের থেকে কী আশা করে। তারপরে সামনের সপ্তাহে কী হবে সেটা দেখা যাবে। আমরা তখন মানিয়ে নেব।”