ফিটনেস নিয়ে তিনি বরাবরই সচেতন। মাঠেও সেই ক্ষিপ্রতা দেখাতে ভালবাসেন। কিছুদিন পরেই শুরু হচ্ছে ইংল্যান্ড সিরিজ। তাই বসে নেই বিরাট কোহালি। জিমেই প্রস্তুতি শুরু করে দিলেন।
সোমবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন কোহালি। সেখানে জিমে ভারত্তোলন করতে দেখা যাচ্ছে তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছিলেন তিনি। অর্থাৎ প্রায় এক মাসেরও উপর ক্রিকেটের বাইরে। তাই ফিটনেস নিয়ে একটুকুও আপস করতে রাজি নন। আপাতত তিনি মুম্বইয়ে নিজের বাড়িতেই রয়েছেন। অস্ট্রেলিয়া থেকে ফেরা ক্রিকেটাররাও যে যাঁর বাড়িতে কোয়রান্টিনে রয়েছেন।
ইংল্যান্ড সিরিজে দলে থাকা প্রত্যেকের আগামী ২৭ জানুয়ারি চেন্নাই পৌঁছনোর কথা। প্রাথমিক পরীক্ষার পর অনুশীলন শুরু করে দিতে পারবেন কোহালিরা। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু প্রথম টেস্ট। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে সিরিজে নামার আগেই হুঙ্কার দিয়ে রেখেছেন বেন স্টোকস। দুরন্ত ফর্মে রয়েছেন অধিনায়ক জো রুটও। প্রথম টেস্টে দ্বিশতরান করার পর দ্বিতীয় টেস্টেও অল্পের জন্য পাননি। ফলে কঠিন এবং হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
Teamed up with @MarcBartra @officialasafa @pumacricket to test these new kicks. Light shoes, heavy work. @PUMA Fuse 🤟 #PumaPerformance pic.twitter.com/Hu5cTpxsbY
— Virat Kohli (@imVkohli) January 25, 2021