Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ জানুয়ারি ২০২২ ই-পেপার

‘ক্যারিবিয়ান’ হার্দিককে টেস্ট দলেও রাখা উচিত বলে মত ওয়ার্নের

অস্ট্রেলিয়া থেকে ফিরে হার্দিক নেমে পড়েছেন বাবা হিসেবে নিজের দায়িত্ব পালনে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১৫ ডিসেম্বর ২০২০ ১১:০৫
খোশমেজাজে হার্দিক। ছবি: সোশ্যাল মিডিয়া

খোশমেজাজে হার্দিক। ছবি: সোশ্যাল মিডিয়া

সাদা বলের ক্রিকেটে অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য নয়, ভারত খুঁজে পেয়েছে ব্যাটসম্যান হার্দিককে। কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মতে টেস্ট ক্রিকেটেও তাঁকে রাখতে পারতো ভারত।

একদিনের সিরিজে যেমন ৩টের মধ্যে দুটো জিতেছে অস্ট্রেলিয়া, তেমনই টি২০-তে ভারতের পক্ষে ফল ২-১। দুটো সিরিজেই দারুণ প্রভাব ফেলেছিলেন হার্দিক। যদিও টেস্ট দলে জায়গা হয়নি তাঁর। টি২০ সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া হার্দিক ফিরে এসেছেন দেশে। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৭০৮টি উইকেট নেওয়া ওয়ার্ন বলেন, “আমি হলে হার্দিককে টেস্ট দলে নিতাম। অবাক হলাম ওকে না দেখে। বিরাটের অনুপস্থিতিতে ওর ব্যাটিং ভারতীয় দলকে উপকৃত করত।”

চোট সারিয়ে দলে ফেরা হার্দিক এখনও বল করতে পুরোপুরি স্বচ্ছন্দ নন। টেস্ট দলে তাঁকে না রাখার এক বড় কারণ এটা। যদিও ওয়ার্নের মতে দলে হার্দিকের অন্তর্ভুক্তি ভারতীয় দলকে এক ধাপ এগিয়ে রাখে। হার্দিককে দেখে ওয়ার্নের মনে হয় যেন ওয়েস্ট ইন্ডিজের বাসিন্দা। তাঁর হাসিখুশি স্বভাবের জন্যই এমন মত প্রাক্তন অজি স্পিনারের। হার্দিক নিজেও আগে বলেছিলেন যে ক্যারিবিয়ানদের সঙ্গে নিজের মিল পান তিনি। ওয়ার্ন বলেন, “ওকে দেখে মনে হয় যেন অ্যান্টিগুয়া থেকে এসেছে। সব সময় চিন্তামুক্ত থাকে ও। টেস্ট দলে ৭ নম্বর বা ৬ নম্বরে ব্যাট করতেই পারে ও। পুরোপুরি সুস্থ হলে নিশ্চয়ই টেস্ট দলে দেখব ওকে। দলের গভীরতা বেড়ে যায় হার্দিক থাকলে।”

Advertisement

আরও পড়ুন: স্টার্কের মতে কোহালিদের বিরুদ্ধে গতবারের ভুল শোধরানোর পালা

আরও পড়ুন: কোহালিকে রাগিয়ো না, মত ফিঞ্চের​

অস্ট্রেলিয়া থেকে ফিরে হার্দিক নেমে পড়েছেন বাবা হিসেবে নিজের দায়িত্ব পালনে। তাঁর সোশ্যাল মিডিয়া হদিশ দিচ্ছে তেমনই। ফের হার্দিককে ভারতের জার্সি গায় দেখা যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালের সিরিজে

আরও পড়ুন

Advertisement