Advertisement
৩০ এপ্রিল ২০২৪
india

নিজের পাড়ায় চার টেস্ট খেললেন, এবারেরটাই সেরা বাছলেন অশ্বিন

ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৫৬
Share: Save:

ঘরের মাঠে ম্যাচের সেরা হয়ে সাফল্যের গোপন রহস্য নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন। মঙ্গলবার ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘আমি খেলাটা উপভোগ করছি। চেন্নাইয়ের মাঠে এত ভাল খেলতে পেরে আমি খুব খুশি। বোলিং করার সময় আমি বিভিন্ন লাইনে বল করেছি। হাওয়াকে ব্যবহার করার চেষ্টা করেছি। গতিও পরিবর্তন করেছি বিভিন্ন সময়ে।’’

চিপকে খেলা সবসময়ই বিশেষ অনুভূতি ভারতীয় এই স্পিনারের কাছে। তিনি বলেন, ‘‘আমি এই মাঠে ২৫ বছর খেলেছি। আট বছর বয়সে আমি প্রথম টেস্ট দেখতে এসেছিলাম এই স্টেডিয়ামে। এখানে খেলতে এলে আমি বীরের সম্মান পাই। কোভিডের মধ্যেও অনেকে এসেছিলেন খেলা দেখতে। দর্শকহীন প্রথম টেস্টে হেরে আমরা ০-১ এ পিছিয়ে গিয়েছিলাম। এরপর এই টেস্টে দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হয়। আর আমরা সিরিজে সমতা ফেরাই।’’

নিজের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে অশ্বিন বলেন, ‘‘প্রথম ম্যাচের থেকে এই ম্যাচের উইকেট পুরোপুরি আলাদা ছিল। এখানে প্রথম থেকেই বোলারদের ওপর চাপ বাড়াতে পারলে কাজটা কিছুটা সহজ হয়। আমি জানতাম এই পিচে আমি টিকে থাকতে পারব। যখন আমি ভাল ছন্দে থাকি না, তখন আমি আরও বেশি করে ছন্দে ফেরার চেষ্টা করি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

india England Ravichandran Ashwin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE