Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Ravichandran Ashwin

কিংবদন্তি এই ক্রিকেটারকে টপকে নতুন কীর্তি গড়লেন ‘ঘরের ছেলে’ অশ্বিন

ঘরের মাঠে অনন্য নজির গড়লেন ‘ঘরের ছেলে’ রবিচন্দ্রন অশ্বিন।

সেই মুহূর্ত। বেন স্টোকসকে ফিরিয়ে ভাজ্জিকে টপকে গেলেন অশ্বিন।

সেই মুহূর্ত। বেন স্টোকসকে ফিরিয়ে ভাজ্জিকে টপকে গেলেন অশ্বিন। ছবি - টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫১
Share: Save:

ঘরের মাঠে অনন্য নজির গড়লেন ‘ঘরের ছেলে’ রবিচন্দ্রন অশ্বিন। চিপকে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বেন স্টোকসকে ফিরিয়ে দেশের মাটিতে ২৬৬ উইকেটের মালিক হলেন এই অফ-স্পিনার। একইসঙ্গে স্টোকসকে আউট করে হরভজন সিংহকেও ছাড়িয়ে গেলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। ঘরের মাঠে ৫৫ টেস্টে ২৬৫ উইকেট নিয়েছেন ভাজ্জি। সেখানে ২৬৬ উইকেট নিতে অশ্বিন নিলেন মাত্র ৪৫ টেস্ট। তবে ঘরের মাঠে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় সবার উপরে রয়েছেন অনিল কুম্বলে। মাত্র ৬৩ উইকেটে ৩৫০ উইকেট নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

অশ্বিনের স্পিনের ছোবলে কুপোকাত ইংল্যান্ড। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ডম সিবলি, ড্যান লরেন্স, স্টোকস এবং অলি স্টোনকে সাজঘরের পথ দেখিয়েছেন অশ্বিন। প্রথম টেস্টে ইংল্যান্ড ব্যাট হাতে দাপট দেখালেও এ বার কিন্তু হাল খারাপ। অশ্বিন, অক্ষর, কুলদীপের স্পিনের ছোবলে বেশ বেকায়দায় ইংরেজরা।

তবে অশ্বিন এদিন ভাজ্জিকে টপকে গেলেও সার্বিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের নিরিখে হরভজন ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে রয়েছেন ‘জাম্বো’ কুম্বলে। ১৩২ টেস্টে তাঁর ঝুলিতে ৬১৯ উইকেট। ১০৩ টেস্টে ৪১৭ উইকেট নিয়েছেন হরভজন। সেখানে ৭৬ টেস্টে ৩৮৯ উইকেট নিয়ে এখনও ক্রিকেট দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন ৩৪ বছরের এই অফ-স্পিনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE