পাঁচ দিনে দুটো সোনা জিতলেন নীরজ চোপড়া। মঙ্গলবার ‘ওস্ত্রাভা গোল্ডেন স্পাইক’ প্রতিযোগিতায় সোনা জিতেছেন তিনি। তবু নিজের পারফরম্যান্সে খুশি নন ভারতীয় অ্যাথলিট। খেলা শেষে হতাশ দেখিয়েছে তাঁকে।
চেকিয়ার ওস্ত্রাভায় সর্বাধিক ৮৫.২৯ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। তাঁকে টপকাতে পারেননি কেউ। তাঁর তৃতীয় প্রয়াস ছিল সেটা। ছ’বারের মধ্যে চার বার ঠিকমতো জ্যাভলিন ছুড়েছেন নীরজ। বাকি তিনটে থ্রোয়ে ৮৩.৪৫, ৮২.১৭ ও ৮১.০১ মিটার ছোড়েন তিনি। প্রথম ও শেষ থ্রোয়ে ফাউল করেন নীরজ। তাঁর ৮৫.২৯ মিটারের বেশি কেউ ছুড়তে পারেননি।
দ্বিতীয় হয়েছেন দক্ষিণ আফ্রিকার দৌউয়ি স্মিথ। তিনি ছুড়েছেন ৮৪.১২ মিটার। ৮৩.৬৩ মিটার ছুড়ে তৃতীয় হয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তবে এই প্রতিযোগিতায় খেলেননি জার্মানির জুলিয়ন ওয়েবার। চলতি বছর প্রায় সব প্রতিযোগিতায় ওয়েবারের সঙ্গেই লড়াই হয়েছে নীরজের।
আরও পড়ুন:
টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ গত প্যারিস অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। তাঁকে হারিয়ে দেন পাকিস্তানের আর্শাদ নাদিম। অলিম্পিক্সে জোড়া পদক পেলেও ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছুড়তে না পারার আক্ষেপ ছিল তাঁর। এ বছর একটা প্রতিযোগিতায় ৯০.২৩ মিটার ছোড়েন তিনি। প্রতিটা প্রতিযোগিতায় এখন ৯০ মিটারের বেশি ছোড়ার চেষ্টা করেন নীরজ। ওস্ত্রাভায় তা পারেননি। তাই মুখে হাসি নেই নীরজের।
গত ২০ জুন প্যারিসে ডায়মন্ড লিগে সোনা জিতেছেন নীরজ। কিন্তু এই দুই প্রতিযোগিতায় নিজের সেরা থ্রোয়ের কাছে পৌঁছোতে পারেননি তিনি। সেই কারণেই নিজের পারফরম্যান্সে হতাশ নীরজ। ওস্ত্রাভায় জেতার পরেও তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, খুশি হতে পারছেন না। আসলে তিনি নিজের জন্য যে লক্ষ্য ঠিক করেছেন তার কাছে পৌঁছোতে না পারলে হতাশ হচ্ছেন। সেই ছবিই আরও এক বার ধরা পড়েছে।