ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টনে ছন্দে রয়েছেন পিভি সিন্ধু। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। শেষ আটে জায়গা করে নিয়েছেন লক্ষ্য সেনও।
৪৩ মিনিটের ম্যাচে ডেনমার্কের প্রতিপক্ষ লিনে জ়ায়েরফেল্ডকে স্ট্রেট গেমে (২১-১৯, ২১-১৮) হারিয়েছেন সিন্ধু। দুই প্রতিযোগিতার মধ্যে ছ’বারের সাক্ষাতে সিন্ধু জিতেছেন পাঁচ বার। আগের ম্যাচে জাপানের মানামি সুইজ়ুকে হারাতে পরিশ্রম করতে হয়েছিল সিন্ধুকে। কিন্তু এই ম্যাচে ততটা ঘাম ঝরাতে হয়নি তাঁকে।
আন্তর্জাতিক কেরিয়ারে নিজের ৫০০তম জয় পেয়েছেন সিন্ধু। বিশ্বের ষষ্ঠ ও ভারতের প্রথম মহিলা ব্যাডমিন্টন তারকা হিসাবে এই নজির গড়েছেন তিনি। কেরিয়ারে ৭৩২ ম্যাচ খেলেছেন সিন্ধু। তার মধ্যে জিতেছেন ৫০০ ম্যাচ। ভারতের হয়ে জোড়া অলিম্পিক্স পদকজয়ীর জয়ের শতাংশ ৬৮.৩। কোয়ার্টার ফাইনালে বিশ্বের চার নম্বর চিনের চেন ইউ ফেইয়ের বিরুদ্ধে খেলবেন সিন্ধু।
আরও পড়ুন:
সিন্ধুর পাশাপাশি লক্ষ্যও সহজেই নিজের ম্যাচ জিতেছেন। ৩৩ মিনিটের লড়াইয়ে হংকংয়ের জেসন গুনাওয়ানকে হারিয়েছেন তিনি। স্ট্রেট গেমে (২১-১০, ২১-১১) জিতেছেন ভারতীয় তারকা। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ পানিতচাফন তিরারাতসাকুল।