Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৭ অক্টোবর ২০২১ ই-পেপার

অজিদের বিরুদ্ধে কোহলী, রহাণেদের দেখে টেস্টে নামার আগে অনুপ্রাণিত হতে চান মিতালিরা

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ৩১ মে ২০২১ ১৫:৪৫
জার্সি প্রকাশে হরমন, ঝুলন এবং স্মৃতির সঙ্গে মিতালি।

জার্সি প্রকাশে হরমন, ঝুলন এবং স্মৃতির সঙ্গে মিতালি।
ছবি টুইটার

দীর্ঘদিন পরে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তাঁরা। উত্তেজনায় ফুটছেন মিতালি রাজ। এমনকি দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও মিতালির আশা, প্রত্যেকেই নিজের সেরাটা দেবেন। মিতালি বলেছেন, অস্ট্রেলিয়ায় যে ভাবে সিরিজ জিতেছে ভারত, তার থেকেই তাঁরা অনুপ্রাণিত হতে চান।

এক সাক্ষাৎকারে মিতালি বলেছেন, “অনেকদিন পর টেস্ট খেলতে পেরে ভাল লাগছে। আরও বেশি টেস্ট খেলা উচিত। আমার মতে, প্রতিটা সিরিজে টেস্ট থাকা উচিত। মহিলাদের ক্রিকেট এখন অনেক বেশি মানুষ অনুসরণ করেন। তাই টেস্ট ক্রিকেটকে ফেরত আনলে ক্ষতি কী?”

শুধু টেস্ট নয়, গোলাপি বলে টেস্ট খেলার কথা ভেবেও উত্তেজিত মিতালি। বলেছেন, “কোনওদিন গোলাপি বলে টেস্ট খেলিনি। খেলতে পারব এটাও ভাবিনি। পার্থের মাঠে সে ভাবে খেলিনি আমরা। তবে অনেক দলকে খেলতে দেখেছি। এখনও বেশ ক’মাস বাকি। আশা করি বোর্ডের তরফে প্রস্তুতির ব্যাপারটা দেখা হবে।”

Advertisement

আরও পড়ুন

Advertisement