সোমবার ঘানার জন্য দুটো সেটব্যাক ছিল। এক তো ইউএসএ-র কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল কিছুটা কঠিন করে ফেলেছে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু সেই উদ্বেগকে ছাপিয়ে গিয়েছে দলের অন্যতম ডিফেন্ডারের গুরুতর চোট। ইউএসএ ম্যাচের মাঝেই মাথায় চোট পেয়ে বেরিয়ে গিয়েছিল ঘানার আব্দুল ইউসিফ। চোট এতটাই গুরুতর ছিল যে স্টেডিয়াম থেকেই সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। মঙ্গলবারও তাকে হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। বুধবার দেখে তবেই আব্দুলকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন