Advertisement
১৮ এপ্রিল ২০২৪

চোট, উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন রাফা

চোটের জন্য উইম্বলডন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। বুধবার নাদালের কোচ টনি নাদাল জানান, এই চোট থেকে রাফা কবে আবার কোর্টে ফিরতে পারবেন সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ২৩:৫৭
Share: Save:

চোটের জন্য উইম্বলডন থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল। বুধবার নাদালের কোচ টনি নাদাল জানান, এই চোট থেকে রাফা কবে আবার কোর্টে ফিরতে পারবেন সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ফ্রেঞ্চ ওপেনে দু’রাউন্ড খেলার পর কব্জিতে চোটের জন্য সরে দাঁড়িয়েছিলেন নাদাল। সেই চোট এখনও ভোগাচ্ছে তাঁকে। টনি নাদাল বলেন, ‘‘এই মুহূর্তে রিহ্যাবের মধ্যে দিয়ে যাচ্ছে ও। এখনও ওর ফেরার দিন ঠিক করা হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হল ও যখন ফিরবে তখন যেন পুরো ফিট থাকে।’’

সামনে অলিম্পিক্স। তাই চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না কোচ। তিনি বলেন, ‘‘আমরা অলিম্পিক্সের আগে কোনও ঝুঁকি নিতে চাইছি না। রাফা ফিরবে তখনই যখন ওর ফিটনেসের ব্যাপারে ডাক্তার নিশ্চিত হবে। ১০০ শতাংশ ফিট না হলে ও খেলবে না।’’ ২৭ জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডন।

আরও খবর

দু’বছরের নির্বাসনে টেনিস সুন্দরী শারাপোভা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rafael Nadal Tennis Withdraw from Wimbledon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE