ফের বিতর্কে সঞ্জয় মঞ্জরেকর। এ বার চেন্নাই সুপার কিংসের অম্বাতি রায়ুডু ও পীযূষ চাওলাকে ‘প্রেটি লো প্রোফাইল’ ক্রিকেটার হিসেবে চিহ্নিত করায় সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়েছেন তিনি।
শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচের পর টুইটে মঞ্জরেকর লেখেন, “খুব খুশি দুই খুবই লো প্রোফাইল ক্রিকেটার পীযূষ চাওলা ও অম্বাতি রায়ুডুর জন্য। চাওলা চমৎকার বল করেছে। পঞ্চম ও ১৬তম ওভারেও বল করেছে। রায়ুডু শটের বিচারে আইপিএল কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলল। ওয়েল ডান সিএসকে!”
আর এখানে ‘প্রেটি লো প্রোফাইল’ শব্দগুলো নিয়েই শুরু হয়েছে বিতর্ক। একজন টুইট করেছেন, “অম্বাতি রায়ুডু আর লো প্রোফাইল।” সঙ্গে রয়েছে হাসির ইমোজি। আর একজন লিখেছেন, “লো প্রোফাইল???? সত্যিই? কে এই প্রোফাইলগুলো ঠিক করেন?”
আরও পড়ুন: ‘হাউ হ্যান্ডসাম!’ উদ্বোধনী ম্যাচে ধোনির এমন প্রশংসা কার!
আরও পড়ুন: ভবিষ্যতের ভারতীয় অধিনায়ক হিসেবে এই ক্রিকেটারের নাম করলেন গাওস্কর