লিগ টেবিলের চতুর্থ স্থান নিয়ে লড়াই ছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিতে প্লে-অফের রাস্তা প্রায় পাকা করে নিয়েছে কলকাতা। রোহিত শর্মাদের ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। শুক্রবার কী করলে প্লে অফে যেতে পারে মুম্বই?
কলকাতার পয়েন্ট ১৪। ৮৬ রানে জিতে নেট রানরেট আরও বাড়িয়ে নিয়েছে নাইটরা। মুম্বই ভক্তদের আশা ছিল কলকাতার হার। কিন্তু তা তো হলই না, উল্টে নেট রান রেট বাড়িয়ে নিলেন দীনেশ কার্তিকরা। এর ফলে মুম্বইয়ের কাজটা প্রচণ্ড কঠিন হয়ে গেল। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানের ব্যবধানে জিততে হবে রোহিতদের। তবে শুক্রবার মুম্বই যদি আগে বল করে, তা হলে তাদের পক্ষে প্লে-অফে যাওয়া সম্ভব নয়। হায়দরাবাদ যে লক্ষ্যই রাখুক মুম্বইয়ের সামনে, সেই রান এক বলে তুলে দিলেও প্লে অফে উঠতে পারবেন না রোহিতরা।