Advertisement
২৪ এপ্রিল ২০২৪
IPL 2021

কোহলীর ভারতের হয়ে এখনও খেলেননি, তবু এঁদের দাপটেই কুপোকাত আইপিএল-এর রথী-মহারথীরা

ধারাবাহিকতা দেখাতে পারলে এঁদের মধ্যেই কারোর জন্য খুলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের দরজাও।

ব্যাঙ্গালোরের হয়ে নজর কেড়েছেন হর্ষল পটেল।

ব্যাঙ্গালোরের হয়ে নজর কেড়েছেন হর্ষল পটেল। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৬:৫২
Share: Save:

আইপিএল যেন ভারতীয় ক্রিকেটের রান্নাঘর। যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্যদের মতো একাধিক ক্রিকেটার যেমন উঠে এসেছিলেন একটা সময়, তেমনই গত বারের আইপিএল-এ উঠে এসছিলেন ঈশান কিষাণ, দেবদত্ত পাড়িক্কল, টি নটরাজনরা। প্রতিবারের আইপিএল-এই এমন বেশ কিছু ক্রিকেটারকে দেখা যায়। এ বারের আইপিএল-এ এখনও অবধি দুটো করে ম্যাচ খেলেছে প্রতিটা দল। তার মধ্যেই বেশ কিছু ক্রিকেটার নিজেদের মেলে ধরেছেন। দেখে নেওয়া যাক কে কে রয়েছেন সেই তালিকায়।

নীতীশ রানা

কলকাতা দলে নীতীশ রানা এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে বহু দিন ধরে আইপিএল-এ খেলছেন তিনি। এ বারের আইপিএল-এ ছন্দে দেখা যাচ্ছে তাঁকে। ইতিমধ্যেই দুটো অর্ধ শতরান করে ফেলেছেন।

রাহুল ত্রিপাঠি

কলকাতা নাইট রাইডার্স দলে নীতীশ রানার সতীর্থ রাহুল ত্রিপাঠিও ছন্দে রয়েছেন। প্রথম ম্যাচেই অর্ধ শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।

শাহবাজ আহমেদ

বিরাট কোহলীর দলে রয়েছেন বাংলার স্পিনার শাহবাজ আহমেদ। হায়দরাবাদের বিরুদ্ধে ৩টি উইকেট নেন তিনি। কলকাতার বিরুদ্ধে বল করার জন্য মুখিয়ে থাকবেন আহমেদ।

শাহরুখ খান

পঞ্জাব কিংস দলের শাহরুখ খানও নজর কেড়েছেন চেন্নাইয়ের বিরুদ্ধে। ধোনিদের বিরুদ্ধে ৩৬ বলে ৪৭ রান করেছেন।

চেতন শাকারিয়া

তবে রাজস্থান দলের চেতন শাকারিয়া বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছেন। ২ ম্যাচে ৩ উইকেট নেওয়া শাকারিয়া অভিষেক ম্যাচেই ফিরিয়ে দিয়েছিলেন লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়ালের মতো ক্রিকেটারদের। ২৩ বছরের এই বাঁহাতি পেসার ভারতীয় ক্রিকেটের সম্পদ হয়ে উঠতে পারেন কি না তা যদিও সময় বলবে।

দীপক হুডা

ঘরোয়া ক্রিকেটে বিতর্কে জড়িয়ে হঠাৎই শিরোনামে উঠে এসেছিলেন দীপক হুডা। ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে গণ্ডগোলের কারণে দল ছেরেও বেরিয়ে গিয়েছিলেন তিনি। তবে পঞ্জাব দলে তাঁর ওপর ভরসা করেছেন রাহুলরা। রাজস্থানের বিরুদ্ধে ২৮ বলে ৬৪ রান করে দলের সেই ভরসার মান রেখেছেন দীপক।

হর্ষল পটেল

ব্যাঙ্গালোর দলে এ বার আগুন ঝরাচ্ছেন হর্ষল পটেল। বেগুনি টুপি রয়েছে তাঁরই দখলে। ২ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে নিয়েছিলেন ৫ উইকেট। তাঁর মতো একজন অলরাউন্ডারকে দলে পেয়ে কোহলী যে খুশিই হয়েছেন তা বলাই যায়। ধারাবাহিকতা দেখাতে পারলে খুলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের দরজাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE