আইপিএল হোক বা ভারতীয় দল, বিরাট কোহলীকে ব্যর্থ অধিনায়ক বলে দিলেন মাইকেল ভন। তাঁর মতে, অধিনায়ক হিসেবে কিছু না জেতার জন্যেই লোকে কোহলীকে মনে রাখবে।
২০১৩ সালে ড্যানিয়েল ভেট্টোরির থেকে আরসিবি-র অধিনায়কত্ব নেওয়ার পর দলকে মাত্র এক বার ফাইনালে তুলতে পেরেছেন কোহলী। সেখানেও হেরেছিলেন। এ ছাড়া প্লে-অফ থেকেও একাধিক বার বিদায় নিতে হয়েছে। এ মরসুমের পরে আর অধিনায়ক হিসেবে দেখা যাবে না তাঁকে।