পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাসেল ঝড় দেখেছে ক্রিকেট বিশ্ব। মাত্র ৩১ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন আটটি বিশাল ছক্কা। পরে মজা করে বলেছেন, মাত্র একটি বলই ব্যাটের মাঝে লেগেছিল। রাসেলের সেই ইনিংস দেখার পরে মুম্বইবাসীদের কাছে একটি আর্জি জানিয়েছেন অমিত মিশ্র। কলকাতা নাইট রাইডার্স ব্যাট করতে নামলে মুম্বইবাসীরা যেন হেলমেট পরে নেন, বলেছেন ভারতীয় স্পিনার মিশ্র।
একটি টুইট করে এই অনুরোধ করেন মিশ্র। তিনি লেখেন, ‘আমি শহরের সবাইকে অনুরোধ করছি পরের বার থেকে কেকেআর ব্যাট করতে নামলে সবাই হেলমেট পরুন। কারণ আপনারা জানেন না কখন আন্দ্রে রাসেলের মারা বল এসে আপনার মাথায় লাগবে।’