চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এভিন লুইসের সঙ্গে মিলে লখনউ সুপার জায়ান্টসকে জেতান তরুণ আয়ুষ বাদোনি। রান তাড়া করতে গিয়ে ৯ বলে ১৯ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। তার মধ্যে ছিল দু’টি বিশাল ছক্কা। বাদোনির মারা বলের আঘাতে আহত হন এক দর্শক।
ব্রেবোর্ন স্টেডিয়ামে ম্যাচের ১৯তম ওভারের প্রথম বলে শিবম দুবেকে মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে ছক্কা মারেন বাদোনি। সেই বল ধরার চেষ্টা করেন গ্যালারিতে থাকা এক মহিলা দর্শক। তাঁর গায়ে হলুদ জার্সি থাকায় তিনি যে চেন্নাইয়ের সমর্থক তা বুঝতে অসুবিধা হয়নি।
আরও পড়ুন:
This six from bidoni injured a lady in crowd #CSKvLSG pic.twitter.com/ppzRTvm3Lf
— timeSquare(@time__square) March 31, 2022
বল ধরতে গিয়েও পারেননি সেই মহিলা। তাঁর হাত থেকে ছিটকে বল গিয়ে লাগে মাথায়। তার পরেই মাথায় হাত দিতে দেখা যায় তাঁকে। সেখানে আসেন ম্যাচের দায়িত্বে থাকা এক আধিকারিক। তাঁকে ওই মহিলার সঙ্গে কথা বলতে দেখা যায়। দেখে মনে হচ্ছিল, মহিলার কোনও সমস্যা হচ্ছে কি না তা জানতে চাইছিলেন তিনি।
চেন্নাই প্রথমে ব্যাট করে ২১০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে একটা সময়ে চাপে পড়ে লখনউ। কিন্তু অভিজ্ঞ লুইসের সঙ্গে জুটি বাঁধেন বাদোনি। দু’জনে মিলে ২০০-র বেশি স্ট্রাইক রেটে ৪০ রান যোগ করে দলকে জিতিয়ে দেন তাঁরা।