Advertisement
E-Paper

দুরন্ত বোলিং ওয়াশিংটনের, হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৪৪ তুলল দিল্লি

ঘরের মাঠে এ বার খুব বেশি দল সাফল্য পাচ্ছে না। সোমবার ব্যতিক্রম হায়দরাবাদ। ঘরের মাঠে আগে হারলেও এ দিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দারুণ বল করল তারা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ২১:২১
SRH vs DC

সল্টকে ফিরিয়ে উল্লাস ভুবনেশ্বরের। ছবি: আইপিএল

ঘরের মাঠে এ বার খুব বেশি দল সাফল্য পাচ্ছে না। সোমবার ব্যতিক্রম হায়দরাবাদ। ঘরের মাঠে আগে হারলেও এ দিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দারুণ বল করল তারা। হায়দরাবাদ বোলারদের দাপটে প্রথমে ব্যাট করে দিল্লি তুলল ১৪৪-৯।

ডেভিড ওয়ার্নারকে হায়দরাবাদের দর্শকরা অনেক আগে থেকেই চেনেন। এই দলকে আইপিএল ট্রফি দিয়েছেন তিনি। একটা সময় কাঁড়ি কাঁড়ি রান করেছেন। সেই ওয়ার্নার এ দিন দিল্লির জার্সিতে অধিনায়ক হয়ে নেমেছিলেন। হায়দরাবাদে ফেরা সুখকর হল না তাঁর। ২০ বলে মাত্র ২১ রান করে ফিরলেন তিনি।

দিল্লি প্রথম ওভারেই ধাক্কা খায়। তৃতীয় বলে ভুবনেশ্বর কুমার ফেরান ফিল সল্টকে। এর পর ওয়ার্নার এবং মিচেল মার্শ মিলে কিছুটা পরিস্থিতি সামাল দেন। মার্কো জানসেনের প্রথম ওভারেই তাঁকে চারটি চার মারেন মার্শ। কিন্তু আইপিএলে তাঁর ব্যাটেও এ বার ছন্দ নেই। ১৫ বলে ২৫ রানে ফিরে যান টি নটরাজনের বলে এলবিডব্লিউ হয়ে।

দুর্দান্ত বল করলেন ওয়াশিংটন সুন্দর। এক ওভারে তিনি তিন জনকে আউট করলেন। অষ্টম ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নার, চতুর্থ বলে সরফরাজ খান এবং ষষ্ঠ বলে আমন খানকে ফেরালেন। এক মাত্র অক্ষর পটেল (৩৪ বলে ৩৪) কেউই দাঁড়াতে পারলেন না দিল্লির হয়ে। অক্ষরের ইনিংসও খুব ধীরগতির ছিল।

Sunrisers Hyderabad Delhi Capitals IPL 2023 Washington Sundar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy