Advertisement
০৪ মে ২০২৪
Bhuvneshwar Kumar

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে পঞ্জাব-হায়দরাবাদ ম্যাচের সেরা ভুবনেশ্বর কুমার

আইপিএলে স্বপ্নের ছন্দে রয়েছে হায়দরাবাদ। রবিবার পঞ্জাব কিংসকে সাত উইকেটে হারিয়ে দিল তারা। বল হাতে আবার জ্বলে উঠলেন হায়দরাবাদের বোলাররা।

সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস ভুবনেশ্বরের

সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস ভুবনেশ্বরের ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৯:৪৭
Share: Save:

আইপিএলে স্বপ্নের ছন্দে রয়েছে হায়দরাবাদ। রবিবার পঞ্জাব কিংসকে সাত উইকেটে হারিয়ে দিল তারা। বল হাতে আবার জ্বলে উঠলেন হায়দরাবাদের বোলাররা। উমরান মালিক যেমন চার উইকেট নিলেন, তেমনই তিনটি উইকেট নিয়ে মাতিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। ভারতীয় দল থেকে ব্রাত্য বোলার আইপিএলে নিজের জাত চিনিয়েই চলেছেন। ফলে পঞ্জাব-হায়দরাবাদ ম্যাচে আনন্দবাজার অনলাইনের বিচারে তিনিই সেরা ক্রিকেটার।

কেন তাঁকে সেরা বাছা হল? একাধিক যুক্তি রয়েছেন এর পিছনে। গুরুত্বপূর্ণ সময়ে বিপক্ষের ভয়ঙ্কর ক্রিকেটারদের তুলে নিয়েছেন তিনি। দ্বিতীয়ত, রান খরচ করেননি একেবারেই। বলে বৈচিত্র এনে বিপক্ষের ক্রিকেটারদের শট খেলতে দেননি। এ দিন পঞ্জাব অধিনায়ক ছিলেন শিখর ধবন, যিনি নিজের দিনে বিপক্ষকে পকেটে পুরে ফেলার ক্ষমতা রাখেন। ভুবনেশ্বরের বোলিংয়ের সামনে এ দিন মাত্র আট রানে ফিরতে হল তাঁকে।

দ্বিতীয় স্পেলে পর পর দু’ওভারে দু’উইকেট নিলেন ভুবনেশ্বর। প্রথমে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোতে থাকা শাহরুখ খানকে ফেরালেন। এর পর ৩৩ বলে ঝোড়ো ৬০ রানের ইনিংস খেলা লিয়াম লিভিংস্টোনকে ফেরালেন। সব মিলিয়ে চার ওভারে ২২ রানে তিনটি উইকেট নিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhuvneshwar Kumar SRH IPL 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE