২০২০-র পর আবার আইপিএলে লজ্জার মুখোমুখি চেন্নাই সুপার কিংস। সে বার তারা প্রথম চারে শেষ করতে পারেনি। এ বারও পারল না। উল্টে এমন এক নজির তৈরি করল যা আগে কোনও দিন হয়নি। রবিবার গুজরাতের কাছে হেরে এই নজির তৈরি করেছে চেন্নাই।
এই প্রথম বার আইপিএলে ৯টি ম্যাচে হারল তারা। এর আগে কোনও দিন চেন্নাই এক মরসুমে এত ম্যাচে হারেনি। এ বারের আইপিএলে তারা দু’বার করে হেরেছে পঞ্জাব ও গুজরাতের কাছে এবং এক বার করে হেরেছে কলকাতা, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের কাছে।