টানা ছ’টি ম্যাচে হয়তো হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে তাদের দলের পক্ষে আশার খবর, ভবিষ্যতের এক তারকাকে পেয়ে গিয়েছে তারা। তিনি আর কেউ নন, দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস। প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে দলকে গুরুত্বপূর্ণ রান এনে দিচ্ছেন। ব্যাট করার ভঙ্গিতে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে মিল থাকায় তাঁকে ডাকা হয় ‘বেবি এবি’ নামে।
ছোট থেকে ডিভিলিয়ার্সকে দেখেই বড় হয়েছেন ব্রেভিস। তবে তিনি একা নন, ব্রেভিসের মনপ্রাণ জুড়ে থাকতেন আর এক ক্রিকেটার। ঘটনাচক্রে যাঁকে এখন মুম্বই ইন্ডিয়ান্সের ডাগআউটে পান ব্রেভিস। তিনি আর কেউ নন, খোদ সচিন তেন্ডুলকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের দুই আদর্শকে নিয়ে কথা বলেছেন ব্রেভিস।