শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে অল্পের জন্য শাস্তি পাওয়ার হাত থেকে বাঁচলেন দীনেশ কার্তিক। আইপিএলের শৃঙ্খলাবিধি ভাঙার দায়ে সতর্ক করে দেওয়া হল তাঁকে। বুধবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে এই ঘটনা ঘটেছে।
তবে ঠিক কী ধরনের অপরাধের জন্য তাঁকে সতর্ক করা হয়েছে, সে ব্যাপারে কোথাও কোনও উল্লেখ করা হয়নি। বোর্ডের তরফে দেওয়া একটি বিবৃতিতে জানা গিয়েছে, কার্তিক নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। বিবৃতিতে এটাও লেখা হয়েছে, কার্তিক লেভেল ওয়ান অপরাধ করেছেন।