Advertisement
৩০ নভেম্বর ২০২৩
IPL 2022

IPL 2022: রোহিতদের হারিয়েও খুশি নন কেকেআর অধিনায়ক শ্রেয়স! কেন?

এ বারের আইপিএলে নিজেদের প্রথম একাদশে সব থেকে বেশি বদল করেছে কেকেআর। এখনও পর্যন্ত দলের ২০ জন খেলে ফেলেছেন প্রথম একাদশে। এ ভাবে প্রতি ম্যাচে কাউকে বসানো কঠিন বলেই জানিয়েছেন শ্রেয়স।

মুম্বইকে বড় ব্যবধানে হারালেন শ্রেয়সরা

মুম্বইকে বড় ব্যবধানে হারালেন শ্রেয়সরা ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:৪৫
Share: Save:

মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্লে-অফের দৌড়ে এখনও টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বড় ব্যবধানে জিতেও খুশি নন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ার। দলের আগের কয়েকটি হারের ধাক্কা এখনও ভুলতে পারছেন না তিনি।

ম্যাচ শেষে শ্রেয়স বলেন, ‘‘গত ম্যাচ বড় ব্যবধানে হারের পরে এই ম্যাচে বড় ব্যবধানে জিততে পেরে ভাল লাগছে। পাওয়ার প্লে-তে ভাল শুরু করেছিল বেঙ্কটেশ। এই পিচে শুরু থেকে বড় শট খেলা সম্ভব ছিল না। নীতীশও ভাল খেলেছে। আমরা বল করার সময়ও পরিকল্পনা করেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব উইকেট তুলতে। সেটা করতে পেরেছি।’’

এখনও পুরোপুরি খুশি হতে না পারলেও এই জয়ের ধারা বজায় রাখতে চান শ্রেয়স। তিনি বলেন, ‘‘আমি পুরোপুরি খুশি নই। কারণ আগের ম্যাচগুলো হারায় খুব ভাল জায়গায় নেই দল। এই জয়ের ধারা পরের ম্যাচগুলোতে বজায় রাখতে চাই।’’

এ বারের আইপিএলে নিজেদের প্রথম একাদশে সব থেকে বেশি বদল করেছে কেকেআর। এখনও পর্যন্ত দলের ২০ জন খেলে ফেলেছেন প্রথম একাদশে। এ ভাবে প্রতি ম্যাচে কাউকে বসানো কঠিন বলেই জানিয়েছেন শ্রেয়স। তিনি বলেন, ‘‘প্রতি ম্যাচের আগে কাউকে গিয়ে বলা কঠিন যে তুমি খেলছ না। এই কাজটা ম্যাকালাম করে। তবে দলের সবাই এই সিদ্ধান্ত ভাল ভাবে নেয়। মাঠে নেমে সবাই সবাইকে সাহায্য করে। আমরা একটা দলের মতো খেলি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE