Advertisement
২০ এপ্রিল ২০২৪
IPL 2023

কোহলির জন্য সাক্ষাৎকারই দেওয়া হল না আরসিবি অধিনায়কের! কী করলেন বিরাট?

রবিবার আইপিএল অভিযান শুরু করবে বেঙ্গালুরু। কোহলিদের প্রথম প্রতিপক্ষ রোহিতের মুম্বই। অনুশীলনে চেনা ছন্দে দেখা যাচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। তাঁর ছন্দ আত্মবিশ্বাসী করছে অধিনায়ককে।

picture of virat kohli

নেটে কোহলির ছন্দ দেখে খুশি বেঙ্গালুরু শিবির। —ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ১৭:১৫
Share: Save:

রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল অভিযান শুরু হবে রবিবার। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে চেনা ছন্দে দেখা যাচ্ছে বিরাট কোহলিকে। দলের অনুশীলনে প্রায় সব বোলারকেই তুলে তুলে মারলেন। তাঁর আগ্রাসী মেজাজ দেখে খুশি অধিনায়ক ফাফ ডুপ্লেসি।

বেঙ্গালুরুর অনুশীলনের ফাঁকেই সাক্ষাৎকার দিচ্ছিলেন ডুপ্লেসি। নেট থেকে বেশ কিছুটা দূরে মাঠের ধারে কথা বলছিলেন বেঙ্গালুরু অধিনায়ক। বলা ভাল কথা বলার চেষ্টা করছিলেন তিনি। দলের অধিনায়ককে নিশ্চিন্তে কথা বলার সুযোগ দিলেন না কোহলি। তিনি অবশ্য ডুপ্লেসির কাছাকাছি ছিলেন না। তবু, কোহলির ভয়ে একরকম সিঁটিয়েই থাকলেন বেঙ্গালুরু অধিনায়ক।

ডুপ্লেসি যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন কোহলি। প্রায় সব বলেই ছক্কা হাঁকাচ্ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বল উড়ে এসে পড়ছিল মাঠের ধারে। তাই নিশ্চিন্তে কথা বলতে পারছিলেন না ডুপ্লেসি। তাঁর চোখ বার বার চলে যাচ্ছিল কোহলির ব্যাটিংয়ের দিকে। তিনি আসলে দেখছিলেন, বল উড়ে কোন দিকে যাচ্ছে। বল এসে যাতে তাঁকে বা অন্য কাউকে আহত না করে, তা নিয়ে সতর্ক ছিলেন ডুপ্লেসি।

নেটে কোহলির রুদ্রমুর্তি দেখে ডুপ্লেসির মুখে হাসি দেখা গেলেও খানিকটা ভয়ও পাচ্ছিলেন তিনি। সাক্ষাৎকার দেওয়ার জন্য বলের দিকে সব সময় নজর রাখতে পারছিলেন না ডুপ্লেসি। তাই বল লেগে যাওয়ার ভয় পাচ্ছিলেন তিনি। বার বার কথা থামিয়ে দেখছিলেন কোহলির মারা বলের গতিপথ। ভয়ে ভয়েই সাক্ষাৎকার শেষ করেন তিনি। তাঁর সাক্ষাৎকার দেওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

সতীর্থের আগ্রাসী মেজাজ দেখে খুশি ডুপ্লেসি বলেন, ‘‘কোহলি নিজের মেজাজে ব্যাট করলে অন্য দিকে চোখ দেওয়া কঠিন।’’ দলের প্রস্তুতি নিয়ে বেঙ্গালুরু অধিনায়ক বলেন, ‘‘দল হিসাবে আমরা তৈরি। আমাদের দল বেশ ভাল। খেলোয়াড় হিসাবে বলতে পারি, এ বার আমরা সব রকম চেষ্টা করব ফলাফল নিজেদের দিকে নিয়ে আসার।’’ মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী বেঙ্গালুরু অধিনায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2023 Virat Kohli RCB Faf Du Plessis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE