Advertisement
০২ মে ২০২৪
Rohit Sharma

ধোনিদের কাছে লজ্জার হারের পর কাকে দায়ী করলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত?

গত বার পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এ বারও কি সেই অবস্থাই হতে চলেছে? বেঙ্গালুরুর পর এ বার চেন্নাইয়ের কাছে হারল মুম্বই। কাকে দায়ী করলেন রোহিত?

dhoni rohit ipl csk MI

ধোনিদের কাছে হেরে কী বললেন রোহিত? ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ১২:৩৭
Share: Save:

গত বার পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এ বারও কি সেই অবস্থাই হতে চলেছে? পর পর দু’টি ম্যাচে হার দেখে তেমনটাই মনে করছেন সমর্থকরা। বেঙ্গালুরুর পর এ বার চেন্নাইয়ের কাছে হারল মুম্বই। দলের বিপদের দিনে রোহিত শর্মা সতীর্থদের উদ্দেশে আরও সাহসী হওয়ার ডাক দিলেন। পাশাপাশি দলের অভিজ্ঞ ক্রিকেটারদের আরও দায়িত্ব নেওয়ার কথা বললেন। শুরুটা করতে চান নিজেকে দিয়েই।

শনিবার ম্যাচের পর রোহিত বলেছেন, “ম্যাচের মাঝখানে এসে আমরা খেই হারিয়ে ফেলেছিলাম। শুরুটা ভাল হয়েছিল। সেটা কাজে লাগাতে পারিনি। পিচ ভালই ছিল। কিন্তু অন্তত ৩০-৪০ রান কম করেছি আমরা। বিপক্ষের স্পিনারদের ধন্যবাদ দিতে হবে। দারুণ বোলিং করেছে আমাদের বরাবর চাপে রেখেছে। তার মাঝেও নতুন কিছু চেষ্টা করে আরও সাহসী হতে হবে আমাদের। দলে তরুণ ক্রিকেটাররা রয়েছে। ওদের সময় দিতে হবে। প্রতিভা রয়েছে সবার মধ্যেই। সেটার পাশে দাঁড়াতে হবে। ওদের দক্ষতায় ভরসা রাখতে হবে। দলের অভিজ্ঞদের বাড়তি দায়িত্ব নিতে হবে। শুরুটা করতে হবে আমাকেই।”

রোহিতের বিশ্বাস, দ্রুত তাঁরা ঘুরে দাঁড়াতে পারবেন। বলেছেন, “আইপিএলের গতিপ্রকৃতি আমরা জানি। প্রতিযোগিতা শুরু হলে একটা ছন্দের দরকার হয়। সেটা না পাওয়া গেলে ব্যাপারটা কঠিন। মাত্র দুটো ম্যাচ হয়েছে। এখনই হাল ছেড়ে দেওয়ার মতো কিছু হয়নি। টানা কয়েকটা ম্যাচ জিতলে ছন্দে পাওয়া যাবে। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে। সাজঘরে যে পরিকল্পনা করেছি তা মাঠে কাজে লাগেনি। গত বার হতাশাজনক পারফরম্যান্স হয়েছে। এ বার সেটা বদলাতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma MS Dhoni IPL 2023 CSK vs MI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE