দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান পাননি রোহিত শর্মা। খলিল আহমেদের বলে ৮ বলে ৮ রান করে আউট হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। তবু আইপিএলে একটি নজির গড়লেন রোহিত। টপকে গেলেন বিরাট কোহলিকে।
শনিবারের ম্যাচে রোহিত ৮ রান করলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর রান হল ১০৩৪। এত রান আর কোনও ব্যাটার করতে পারেননি আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজ়ির বিরুদ্ধে। দিল্লির বিরুদ্ধে ৩৫টি ম্যাচ খেলে ৩২.৩১ গড়ে ১০৩৪ রান করেছেন রোহিত। তিনি টপকে গেলেন জাতীয় দলের সতীর্থ কোহলিকে। দিল্লির বিরুদ্ধে ২৮টি ম্যাচ খেলে ৫১.৫০ গড়ে কোহলি করেছেন ১০৩০ রান।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অজিঙ্ক রাহানে। তিনি দিল্লির বিরুদ্ধে ২৩টি ম্যাচ খেলে ৫৭.২০ গড়ে ৮৫৮ রান করেছেন। চতুর্থ স্থানে রবীন উথাপ্পা। তিনি ২৮টি ম্যাচে ২৯.৬০ গড়ে দিল্লির বিরুদ্ধে করেছেন ৭৪০ রান। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি দিল্লির বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩৩টি ম্যাচ খেলে ৩৩.৭৬ গড়ে করেছেন ৭০৯ রান।
আরও পড়ুন:
এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন না রোহিত। খেলছেন সাধারণ ক্রিকেটার হিসাবে। এখনও পর্যন্ত ন’টি ম্যাচে করেছেন ৩১১ রান। গড় ৩৮.৮৮। স্ট্রাইক রেট ১৬০.৩০। সর্বোচ্চ অপরাজিত ১০৫।