এ বারের আইপিএলের অন্যতম সেরা তরুণ প্রতিভা তিনি। প্রতি ম্যাচে গতি ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিপক্ষকে মাটি ধরানোর পাশাপাশি বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের প্রশংসা কুড়োচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক। ইতিমধ্যেই তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠেছে। শুধু তাই নয়, আইপিএলের পরে ভারতের ইংল্যান্ড সফরে তাঁকে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন উমরান। তাঁর বোলিং দেখে হতবাক গাওস্কর। তিনি বলেন, ‘‘উমরানের সব থেকে বড় শক্তি ওর নিয়ন্ত্রণ। বলের গতি অনেকের থাকে। কিন্তু জোরে বল করতে গিয়ে বলের লাইন, লেংথ ঠিক থাকে না। কিন্তু উমরান সব সময় উইকেট লক্ষ্য করে বল করে। তাই এত ব্যাটারকে বোল্ড করে ও।’’