Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Chennai Super Kings vs Sunrisers Hyderabad

৩ ক্রিকেটার: চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে নজর কাড়লেন যাঁরা

আইপিএলে জয়ের ধারা বজায় রাখল চেন্নাই সুপার কিংস। শুক্রবার ঘরের মাঠে হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে কলকাতার বিরুদ্ধে খেলতে আসছে তারা।

chennai super kings

চেন্নাই-হায়দরাবাদ ম্যাচের সেরা তিন ক্রিকেটারকে বেছে নিল আনন্দবাজার অনলাইন। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ২২:৪৯
Share: Save:

আইপিএলে জয়ের ধারা বজায় রাখল চেন্নাই সুপার কিংস। শুক্রবার ঘরের মাঠে হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে কলকাতার বিরুদ্ধে খেলতে আসছে তারা। ব্যাটে-বলে ঘরের মাঠে অনবদ্য খেলেছে চেন্নাই। এই ম্যাচের সেরা তিন ক্রিকেটারকে বেছে নিল আনন্দবাজার অনলাইন:

১) রবীন্দ্র জাডেজা: তাঁকে একটু দেরিতেই আক্রমণে এনেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু জাডেজা এমন একজন ক্রিকেটার, যাঁর সম্পর্কে বলা যায় ‘পুরনো চাল ভাতে বাড়ে’। জাডেজা এসেই ভেঙে দিলেন জমে যাওয়া হায়দরাবাদের জুটি। নিজের প্রথম ওভারে তুলে নিলেন অভিষেক শর্মাকে। পরের ওভারে ফেরালেন রাহুল ত্রিপাঠিকে। পরের দিকে মায়াঙ্ক আগারওয়ালকেও আউট করলেন। চার ওভারে ২২ রানে তিন উইকেট নিয়ে তিনি বাছাই তিন ক্রিকেটারের একজন।

২) ডেভন কনওয়ে: ক্রিকেটপ্রেমীরা বলেন, কনওয়ের খারাপ ছন্দ থাকে না। প্রতি ম্যাচেই ব্যাট হাতে কোনও না কোনও অবদান রেখে চলেছেন। অর্ধশতরানের হ্যাটট্রিক হয়ে গেল তাঁর। এ দিনও ওপেন করতে নেমে ৭৭ করলেন। শুরুটা ভাল করায় চেন্নাইয়ের পরের দিকের ব্যাটারদের কখনওই সমস্যা পড়তে হচ্ছে না।

৩) মাথিশা পাথিরানা: ধোনির পছন্দে নিলামে তাঁকে কিনেছিল চেন্নাই। আগামী দিনে শুধু চেন্নাই নয়, শ্রীলঙ্কার বড় ভরসা হয়ে উঠতে চলেছেন পাথিরানা। শুক্রবার চার ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট নিলেন। তবে নজর কেড়ে নিল তাঁর কৃপণ বোলিং। দুর্দান্ত ভাবে তাঁকে ব্যবহার করলেন ধোনি। লাসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশন অনেক ব্যাটারই বুঝতে পারছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE