Advertisement
২৯ নভেম্বর ২০২৩
IPL 2023

এ বারের আইপিএলে কি শেষ ম্যাচ অধিনায়ক কোহলির? নিজেই ইঙ্গিত দিলেন বিরাট

এ বারের আইপিএলে অধিনায়ক হিসাবে কি শেষ ম্যাচ খেলে ফেললেন কোহলি? টসের পর নিজেই জানালেন তাঁর নেতৃত্বের ভবিষ্যতের কথা।

picture of virat kohli

বেঙ্গালুরুকে টানা তিনটি ম্যাচে নেতৃত্ব দিলেন কোহলি। ছবি: আইপিএল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৯:২৩
Share: Save:

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই সম্ভবত এ বারের আইপিএলে শেষ বার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। আগামী ১ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সম্ভবত আবার নেতৃত্ব দেবেন ফ্যাফ ডুপ্লেসি।

চোটের জন্য পুরো ম্যাচ খেলতে পারছেন না ডুপ্লেসি। তাঁকে ব্যবহার করা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। ছন্দে থাকা ডুপ্লেসি শুধু ব্যাট করছেন বেঙ্গালুরুর হয়ে। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। বুধবার নিয়ে টানা তিনটি ম্যাচে নেতৃত্ব দিলেন কোহলি। গত ২৩ এপ্রিল রাজস্থান রয়্যালস ম্যাচের দিন টসের পর কোহলি বলেছিলেন, দল তাঁকে আরও দু’টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছে। সেই হিসাবে বুধবারের কেকেআর ম্যাচই ছিল অধিনায়ক হিসাবে তাঁর শেষ ম্যাচ। এ দিনও টসের পর সে কথাই শোনা গেল কোহলির মুখে। টস জেতার পর রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, ‘‘আশা করছি পরের ম্যাচ থেকে ডুপ্লেসি দলকে নেতৃত্ব দেবে।’’

এ দিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। তিনি বলেছেন, ‘‘চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় রানের ম্যাচ হবে আশা করছি। আমরা রান তাড়া করতেই বেশি পছন্দ করি। তাই প্রথমে বল করতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE