Advertisement
০১ মে ২০২৪
IPL 2023

আইপিএলে চার বছর পর শতরান, ছুঁলেন প্রাক্তন সতীর্থ ক্রিস গেলকে, কাকে টপকালেন বিরাট?

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বৃহস্পতিবার ম্যাচ জেতানো ইনিংস খেলেন বিরাট। ছক্কা মেরে শতরান করেন তিনি। হায়দরাবাদের মাঠে সেই ইনিংসের পরই রেকর্ড ছুঁলেন বিরাট।

Virat Kohli

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বৃহস্পতিবার ম্যাচ জেতানো ইনিংস খেলেন বিরাট। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৩ ১৩:০৭
Share: Save:

আইপিএলে ষষ্ঠ শতরান বিরাট কোহলির। চার বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শতরান করার সঙ্গে সঙ্গেই রেকর্ড ছুঁলেন তিনি। ক্রিস গেলের সঙ্গে যুগ্ম ভাবে আইপিএলে সব থেকে বেশি শতরানের মালিক এখন বিরাট।

বিরাট এবং গেলের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার। তাঁর পাঁচটি শতরান রয়েছে। তৃতীয় স্থানে ভারতের কেএল রাহুল, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন এবং ডেভিড ওয়ার্নার। তিন জনেরই চারটি করে শতরান রয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বৃহস্পতিবার ম্যাচ জেতানো ইনিংস খেলেন বিরাট। ছক্কা মেরে শতরান করেন তিনি। হায়দরাবাদের মাঠে সেই ইনিংসের পরই রেকর্ড ছুঁলেন বিরাট। আইপিএলে সব থেকে বেশি শতরান করার তালিকায় শীর্ষে ছিলেন ক্রিস গেল। আইপিএলে ১৪২টি ম্যাচে ছ’টি শতরান করেছিলেন ক্যারিবিয়ান ব্যাটার। বিরাট সেই মাইলফলক ছুঁলেন ২৩৭ ম্যাচে। ২০১৬ সালে চারটি শতরান করেছিলেন বিরাট। সে বার ৯৭৩ রান করেছিলেন তিনি। চারটি শতরান এবং সাতটি অর্ধশতরান করেছিলেন।

পঞ্চম শতরান এসেছিল ২০১৯ সালে। এর পর চার বছর সময় নিলেন ষষ্ঠ শতরান করতে। ২০১৬ সালে আইপিএলে রেকর্ড রান করার পরের বছর মাত্র ৩০৮ রান করেছিলেন বিরাট। ২০১৮ সালে ৫৩০ রান করেছিলেন তিনি। পরের বছর করেছিলেন ৪৬৪ রান। ২০২০ সালে আইপিএলে বিরাট করেছিলেন ৪৬৬ রান। ২০২১ সালে বিরাট করেছিলেন ৪০৫ রান। গত বছর বিরাটের আইপিএল একেবারেই ভাল যায়নি। মাত্র ৩৪১ রান করেছিলেন তিনি। দু’টি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে।

বৃহস্পতিবার হায়দরাবাদের ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ছিলেন বিরাট। ভুবনেশ্বর কুমারের প্রথম দু’টি বলেই চার মেরেছিলেন তিনি। এই জয়ের ফলে আইপিএলের প্লে-অফে ওঠার সুযোগ রইল আরসিবির কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE